Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিভ্রাটের কবলে সাইট

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০১ এএম

মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডায় শনিবার বিভ্রাট দেখা যায় সামাজিক মাধ্যম ‘রেডিট’এর ওয়েবসাইটে। ইন্টারনেটের প্রথম পাতা খ্যাত সামাজিক মাধ্যমটিতে এর ব্যবহারকারীরা ওইদিন কিছুক্ষণ ধরে লগইন করতে এবং মেসেজ পাঠাতে পারেননি।
এ বিষয়ে এক বিবৃতিতে রেডিট কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার ওয়েবসাইটে কোনো সমস্যা হতে দেখেননি তারা। বিবৃতিতে রেডিট মুখপাত্র বলেছেন, ‘আমরা এ সপ্তাহে উচ্চ ত্রæটির কিছু সমস্যা হতে দেখেছি। এর মানে দাঁড়ায়, কিছু ব্যবহারকারীর জন্য ধীরগতির লোডিং সময়, কিন্তু আমরা কখনও একেবারে বন্ধ হয়ে পড়িনি।’ রেডিটের স্ট্যাটাস পেইজও বলছে, তাদের ওয়েবসাইট সচল ছিলো।
ওয়ালস্ট্রিটবেটস সাবরেডিটের সদস্য সংখ্যা প্রায় ৬০ লাখ। ওয়েবসাইটের তথ্য বিশ্লেষক সংস্থা ডাউনডিটেক্টরের তথ্য অনুসারে, শনিবার স্বল্প সময়ের জন্য সমস্যা দেখা দেয় রেডিট সেবায়। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, বস্টন, ওয়াশিংটন এবং কানাডায় টরোন্টোর ব্যবহারকারীরা সমস্যার মুখে পড়েন। চলতি সপ্তাহে সপ্তাহে ‘ওয়ালস্ট্রিটবেটস’ সাবরেডিটের এর কারণে আলোচনায় উঠে আসে রেডিট। সামাজিক মাধ্যমটির ব্যবহারকারীরা গেইমস্টপ কর্পোরেশনের শেয়ারের দর বাড়িয়ে দিয়েছিলো। সূত্র : রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মার্কিন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ