Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘হাফ ফিট’ সাকিবেও আশাবাদী ডমিঙ্গো

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০১ এএম

কুঁচকির চোট কাটিয়ে মাঠে ফিরে তিন দিন অনুশীলন হয়ে গেছে। বোলিং অনুশীলন, লম্বা সময় ব্যাটিং অনুশীলন, ফিটনেস ট্রেনিং সবই চলছে। তবে এখনও শতভাগ ম্যাচ ফিট নন সাকিব আল হাসান। বাংলাদেশ দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো অবশ্য জোর দিয়েই বললেন, টেস্টের আগে সাকিব ফিট হয়ে উঠবেল বলে আশাবাদী তারা।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে কুঁচকিতে টান লাগে সাকিবের। কয়েকদিন বিশ্রামের পর স্ক্যান রিপোর্টে সবুজ সঙ্কেত পেয়ে তিনি অনুশীলনে ফেরেন শনিবার। সেদিন লম্বা সময় ব্যাটিং করলেও বোলিং করেননি। তবে পরদিন ব্যাটিং-বোলিং সবই করেন। গতকাল দুপুরেও বাংলাদেশের দলের অনুশীলনে প্রাণবন্ত দেখা গেছে সাকিবকে। যথারীতি নিজেকে ঝালিয়ে নিয়েছেন ব্যাটে-বলে। তবে শঙ্কার মেঘ যে পুরোপুরি কেটে যায়নি, অনুশীলন শেষে জানালেন ডমিঙ্গো, ‘সাকিব অবশ্যই আমাদের জন্য গুরুত্বপ‚র্ণ একজন ক্রিকেটার। আমাদের বোলিং-ব্যাটিং দুটিই শক্তিশালী হয় ওকে পেলে। বিশ্বমানের অলরাউন্ডার সে। তার প্রস্তুতি অবশ্য খুব সহজ ছিল না। শেষ ওয়ানডেতে কুঁচকিতে হালকা চোট লেগেছিল। এরপর পুনর্বাসনের মধ্য দিয়ে গিয়েছে। এখনও সে শতভাগ নয়, তবে এখনও একদিনের মতো সময় আছে। আমরা মোটামুটি আত্মবিশ্বাসী যে সে প্রথম টেস্টের জন্য ফিট হয়ে উঠবে।’
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামের সবশেষ টেস্ট ছিল সাকিবেরও সবশেষ টেস্ট। নিষেধাজ্ঞা শেষে আবার এই সিরিজ দিয়েই তিনি ফিরছেন টেস্ট ক্রিকেটে। ডমিঙ্গো জানালেন, ফিট হয়ে উঠতে চেষ্টার কমতি রাখছেন না সাকিব, ‘পুনর্বাসনে সে কঠোর পরিশ্রম করেছে। নেটে বল করেছে, কিছু বল খেলেছে। খুব অস্বস্তি অনুভব করেনি। আমরা বেশ আত্মবিশ্বাসী যে সে বুধবার খেলতে প্রস্তুত হয়ে উঠবে।’
এদিকে প্রস্তুতি ম্যাচে পাওয়া গেছে বার্তা। টেস্ট ম্যাচে দেখা যেতে পারে রাকিম কর্নওয়ালের স্পিন ভেল্কির প‚র্ণতা। ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট নিশ্চিত, কন্ডিশনের সুবিধা কাজে লাগিয়ে চট্টগ্রাম টেস্টে ভালো বোলিং করবেন কর্নওয়াল।
বিসিবি একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচে প্রথম ইনিংসে ৫ উইকেট নেন কর্নওয়াল। চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামের মন্থর উইকেটেও তীক্ষè টার্ন ও বাড়তি বাউন্সসহ মেলে ধরেন দারুণ স্কিলের প্রদর্শনী। সম্ভবত বাংলাদেশের ব্যাটসম্যানদের অভ্যস্ত হতে না দিতেই দ্বিতীয় ইনিংসে বোলিং করানো হয়নি এই অফ স্পিনার। দুই দলের সবশেষ টেস্ট সিরিজে স্পিন সহায়ক উইকেট বানিয়ে ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। এবারও উইকেট একই থাকার কথা। সেক্ষেত্রে বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ হবে কর্নওয়ালকে সামলানো। প্রস্তুতি ম্যাচ শেষে ক্যারিবিয়ান অধিনায়ক ব্র্যাথওয়েট স্পষ্টই জানিয়ে দিলেন, কর্নওয়ালের ঘ‚র্ণিবলে কতটা ভরসা তাদের, ‘আমি দারুণ মুগ্ধ হয়েছি (কর্নওয়ালের পারফরম্যান্সে)। সে ভালো বল করেছে, ডট বল করে অনেক চাপ সৃষ্টি করেছে। আমি সবসময়ই জানতাম সে দুর্দান্ত এক স্পিনার। এই কন্ডিশনে তাকে দেখে ভালো লাগছে। আমি জানি সে এই টেস্টে ভালো করবে।’
আগামীকাল থেকে চট্টগ্রামেই শুরু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি। দ্বিতীয়টি হবে ১১ ফেব্রুয়ারি, মিরপুর শেরে বাংলা স্টোডয়ামে।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাকিব

২৯ অক্টোবর, ২০২২
১৩ অক্টোবর, ২০২২
৯ অক্টোবর, ২০২২
৮ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ