Inqilab Logo

শুক্রবার, ৩১ মে ২০২৪, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ২২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

আবারও কংগ্রেসের নেতৃত্বে ফিরছেন রাহুল গান্ধী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০২১, ৯:০৫ পিএম

আবারও কংগ্রেসের নেতৃত্বে ফিরতে যাচ্ছেন রাহুল গান্ধী। সাবেক সভাপতির কাছে দলের হাল তুলে দিতে রোববার কংগ্রেসের দিল্লি ইউনিট সর্বসম্মতিতে এ সংক্রান্ত প্রস্তাব পাস করেছে। এর একদিন আগেই দলের পক্ষে জানানো হয়েছিল, আগামী জুনে কয়েকটি রাজ্যে লোকসভা নির্বাচনের পর দলীয় নেতৃত্ব নির্বাচন হবে। আশা করা যাচ্ছে, অন্যান্য রাজ্য ইউনিটগুলোও একই ধরনের পদক্ষেপ নেবে। খবর এনডিটিভি অনলাইন।

কংগ্রেসের কার্যনির্বাহী কমিটির বৈঠকে গুলাম নবি আজাদ, আনন্দ শর্মা, মুকুল ওয়াসনিক ও পি চিদাম্বরামের মতো নেতারা দলীয় নের্তৃত্ব ও অব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলেছেন। তারা দ্রুত সাংগঠনিক নির্বাচনের আহ্বান জানিয়েছেন। রোববার রাহুলকে কংগ্রেস প্রধান করার প্রস্তাবটি উত্থাপন করেন দলের দিল্লি প্রধান অনিল চৌধুরী।

অনিল চৌধুরী বলেন, ‘কংগ্রেস কর্মীদের অনুভূতির আলোকে আমি দিল্লি প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি হিসেবে আমি অনিল কুমার প্রস্তাব করছি, রাহুল গান্ধীকে আবারও কংগ্রেসের সভাপতি করা হোক, দেশ আজ জটিল সময়ের মধ্য দিয়ে যাচ্ছে।’

উল্লেখ্য, ২০১৭ সালে কংগ্রেসের সভাপতি হন রাহুল। ২০১৯ সালে লোকসভা নির্বাচনে দরের ভরাডুবির পরে সভাপতির দায়িত্ব ছেড়ে দেন তিনি। সূত্র : এনডিটিভি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ