মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় ১১টি দেশের মধ্যকার একটি মুক্তবাণিজ্য চুক্তিতে (এফটিএ) যুক্ত হওয়ার কথা ভাবছে ব্রিটেন। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়ে আসার কয়েক সপ্তাহ পর শনিবার এ ঘোষণা দিল দেশটি। কমপ্রিহেনসিভ অ্যান্ড প্রগ্রেসিভ এগ্রিমেন্ট ফর ট্রান্স-প্যাসিফিক পার্টনারশিপে (সিপিটিপিপি) যুক্ত হওয়ার জন্য আজ আনুষ্ঠানিকভাবে অনুরোধ পাঠাবেন ব্রিটেনের আন্তর্জাতিক বাণিজ্যমন্ত্রী লিজ ট্রাস। বৈশ্বিক অর্থনীতির ১৩ দশমিক ৫ শতাংশের প্রতিনিধিত্ব করে সিপিটিপিপিতে যুক্ত হওয়া দেশগুলো। এছাড়া এখানে ৫০ কোটি মানুষের বসবাস। প্রধানমন্ত্রী বরিস জনসন আশা প্রকাশ করেন, সম্ভাব্য নতুন এ অংশীদারিত্ব ব্রিটেনের মানুষের জন্য বিশাল অর্থনৈতিক সুবিধা নিয়ে আসবে। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সিপিটিপিপিতে যুক্ত হওয়ার জন্য আলোচনা চলতি বছরেই শুরু হচ্ছে। ১১ সদস্যের ব্লকটির সদস্যদের মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, মেক্সিকো ও ভিয়েতনামের মতো অর্থনীতি। এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।