Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সর্বোচ্চ আর্থিক সঙ্কোচন মেক্সিকোর

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০২ এএম

নভেল করোনা মহামারীর ধাক্কায় ২০২০ সালে মেক্সিকোর অর্থনীতি ৮ দশমিক ৫ শতাংশ সংকোচিত হয়েছে, যা ১৯৩০-এর দশকের পর সর্বোচ্চ সংকোচন। তবে শেষ প্রান্তিকে গিয়ে কভিড-১৯-এর ক্ষত সামলে প্রত্যাশার চেয়ে বেশি পুনরুদ্ধার লাভে সক্ষম হয়েছে তারা। সরকারি পরিসংখ্যান সংস্থা আইএনইজিআইয়ের প্রকাশিত প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। গত বছর লাতিন আমেরিকার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটিতে সংকোচনের পরিমাণ ছিল ৮ দশমিক ৫ শতাংশ। তবে শেষদিকে ঘুরে না দাঁড়ালে পরিস্থিতি আরো খারাপ হতে পারত। অবশ্য ভাইরাসের নতুন স্ট্রেইন সামনে আসায় এখন আবার অর্থনীতি নিয়ে নতুন করে আতঙ্কও তৈরি হয়েছে। আইএনইজিআইয়ের দেয়া প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সালের শেষ প্রান্তিকে গিয়ে মেক্সিকোর অর্থনীতি ৩ দশমিক ১ শতাংশ বেড়েছে। এর আগে তৃতীয় প্রান্তিকে বেড়েছিল ১২ শতাংশ। এর আগে পুরো বছরের সংকোচন ৮ দশমিক ৮ শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছিলেন মেক্সিকোর কেন্দ্রীয় ব্যাংকের বিশ্লেষকরা। কিন্তু শেষ পর্যন্ত সেই পূর্বাভাস থেকে একটু ভালো অবস্থানেই বছর শেষ করে দেশটি। মূলত চতুর্থ প্রান্তিকের ফল এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আর চতুর্থ প্রান্তিকে ভালো করা মানে হচ্ছে, ২০২০ সালের প্রথমদিকে হওয়া অর্থনৈতিক ক্ষতির ৭০ শতাংশের বেশি পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে। এএফপি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মেক্সিকো


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ