Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুর্ঘটনা কেড়ে নিল পপ গায়িকা সোফির প্রাণ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০২১, ১১:১৯ এএম
আধুনিক পপ সংগীতের বিশ্বে ট্রিলব্ল্যাজার হিসাবে নিজের পরিচয় তৈরি করা স্কটিশ গ্র্যামি-মনোনীত সংগীতশিল্পী সোফি মারা গেছেন। ভয়ঙ্কর দুর্ঘটনা কেড়ে নিয়েছে ৩৪ বছর বয়সী গায়িকা সোফির প্রাণ। তিনি গানের পাশাপাশি তিনি প্রযোজক হিসেবেও কাজ করেছেন। এছাড়াও সঙ্গীত জগতের পাশাপাশি তিনি তৃতীয় লিঙ্গের অধিকার রক্ষার্থে আন্দোলন করে গিয়েছেন।
 
তিনি পূর্ণিমার চাঁদ দেখতে এক উঁচু জায়গায় উঠেছিলেন, সেখান থেকে পা পিছলে পড়ে যান। পপ গায়িকা সোফির বাড়ি গ্রিসের এথেন্সে। শনিবার ভোর ৪টায় তার মৃত্যু হয়। 
 
সোফি জিয়ন ১৯৮৬ সালে স্কটল্যান্ডের গ্লাসগোতে জন্মগ্রহণ করেন। ২০১৩ সালে তার প্রথম একক, “Nothing More to Say” প্রকাশের আগে তিনি মাদারল্যান্ড ব্যান্ডের সদস্য হিসাবে ২০১১ সালে তার সংগীত জীবন শুরু করবেন। বিশ্বখ্যাত গায়িকা ম্যাডোনার সঙ্গে তিনি কাজ করেছেন। ২০১৫-এ যৌথ প্রযোজনায় মুক্তি পেয়েছিল তাদের অ্যালবাম।
 
সূত্রঃ দ্য গার্ডিয়ান।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সোফি


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ