Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

হাইয়া সোফিয়ায় পর্যটকদের স্রোত

তিন মাসে ১৫ লাখ দর্শনার্থী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ অক্টোবর, ২০২০, ১২:০৬ এএম

দীর্ঘ ৮৬ বছর পর হাইয়া সোফিয়া জাদুঘরকে মসজিদে রূপ দেয়ার পর তিন মাসে প্রায় ১৫ লাখ দর্শনার্থী মসজিদটি পরিদর্শন করেছেন। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ইস্তাম্বুলের মুফতি মাহমুদ আমিন বলেন, সপ্তাহের কর্মদিবসে প্রায় ১৫ হাজার এবং সাপ্তাহিক ছুটির দিনে ২৫-৩০ হাজার দর্শনার্থী হাইয়া সোফিয়ায় আসে। করোনা মহামারীর মধ্যেও প্রতিদিন হাজার হাজার তুর্কি ও বিদেশি নাগরিক হাইয়া সোফিয়া পরিদর্শন করেছেন বলে জানান তিনি।

অর্থোডক্স খ্রিস্টানদের ক্যাথেড্রাল হিসেবে নির্মিত হাইয়া সোফিয়া মসজিদে রূপান্তরিত হয় নবম শতকে উসমানীয় বিজয়ের পরে। দেড় হাজার বছরের পুরনো ইউনেস্কোর এই বিশ্ব ঐতিহ্যটিকে ১৯৩৪ সালে জাদুঘর বলে ঘোষণা করেন তুরস্কের প্রথম প্রেসিডেন্ট কামাল আতাতুর্ক পাশা। কিন্তু গত জুলাইয়ে আয়া সুফিয়ার জাদুঘরের মর্যাদা বাতিল ঘোষণা করেন একটি তুর্কিশ আদালত। রায়ে বলা হয়, এই ভবন মসজিদ ছাড়া অন্য কোনো কাজে ব্যবহার করা বৈধ হবে না। পরে ২৪ জুলাই জুমার নামাজ থেকে সেখানে নিয়মিত নামাজ শুরু হয়। তবে ভবনটি অমুসলিম ও বিদেশি পর্যটকদের জন্যও খোলা রাখা হয়েছে।



 

Show all comments
  • Kawsar Ali ৫ অক্টোবর, ২০২০, ১:২৩ এএম says : 0
    আলহামদুলিল্লাহ, খুবই ভালো খবর।
    Total Reply(0) Reply
  • মোঃ তোফায়েল হোসেন ৫ অক্টোবর, ২০২০, ১:২৪ এএম says : 0
    এরদোগানকে অনেক অনেক ধন্যবাদ। ইসলামকে সবাই কাছে থেকে দেখুক।
    Total Reply(0) Reply
  • কে এম শাকীর ৫ অক্টোবর, ২০২০, ১:২৪ এএম says : 0
    পর্যটকদের জন্য উম্মুক্ত করে দেয়ায় তুরস্ককে ধন্যবাধ।
    Total Reply(0) Reply
  • জাবের পিনটু ৫ অক্টোবর, ২০২০, ১:২৪ এএম says : 0
    খুবই ভালো খবর।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হাইয়া সোফিয়া
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ