Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২০ বছর ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করে চলেছেন সোফিয়া ভেরগারা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩১ আগস্ট, ২০২১, ১২:০২ এএম

মাত্র ২৮ বছর বয়সে অভিনেত্রী সোফিয়া ভেরগারার থাইরয়েড ক্যান্সার ডায়াগনোজড হয়। সম্প্রতি এক আয়োজনে তিনি জানিয়েছেন, প্রচুর পড়াশোনা করে জ্ঞান অর্জন করে এই রোগটি সামলাচ্ছেন। ‘স্ট্যান্ড আপ টু ক্যান্সার’ নামে এক স¤প্রচারে সোফিয়া ভেরগারা (৪৮) তিনি এই রোগ থেকে রক্ষা পেতে নিয়মিত চেকআপ করান। তিনি জানান তার গলায় একটি বাড়তি মাংসপিন্ড দেখা দেবার পর তিনি চিকিৎসকের শরণাপন্ন হন, তিনি ভড়কে যাবার বদলে রোগটি সম্পর্কে জ্ঞান অর্জনের সিদ্ধান্ত নেন। “তরুণ বয়সে কেউ ‘ক্যান্সার’ শব্দটি শুনলে তার মন বিভিন্ন দিকে ধাবিত হয়। তবে, আমি আতঙ্কিত না হবার চেষ্টা করেছিলাম, বরং এ সম্পর্কে জানার সিদ্ধান্ত নিই। আমি এই সম্পর্কে যত বই পেয়েছি তার সব পড়ার চেষ্টা করেছি,” ভেরগারা বলেন। তিনি জানান, প্রথমে ক্যান্সার ধরা পড়ায় তিনি ভাগ্যবান, কারণ চিকিৎসক আর পরবারের সহায়তায় আজ সেজন্যই তিনি ক্যান্সারমুক্ত হতে পেরেছেন। ‘আমি সেই সময় অনেক কিছু শিখেছি, শুধু থাইরয়েড ক্যান্সার নিয়ে নয়, বরং জেনেছি সংকটের সময় একসঙ্গে থাকা ভাল,’ তিনি বলেন। ২০১১ পর্যন্ত তার ক্যান্সারে আক্রান্ত হবার বিষয়টি গোপন রাখেন। এরপর রোগমুক্তির পর তিনি তা প্রকাশ করেন। তিনি জানান সার্জারি এবং বিকিরণ থেরাপি দিয়ে তিনি সুস্থ হয়েছেন। ২০১৫ থেকে তিনি অভিনেতা জো মাঙ্গানিয়েলোর সংসার করছেন। তার আগের স্বামী জো গনজালেসের ঔরসজাত তার ছেলে মানোলোর বয়স ২৯।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ