প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
কোভিড-১৯ মহামারীর কারণে বড় পর্দায় ফিল্ম প্রদর্শন বন্ধ থাকায় চলচ্চিত্র তারকাদের আয়ে ছাড়িয়ে গেছেন টিভি তারকারা। ‘মডার্ন ফ্যামিলি’ টিভি সিরিজখ্যাত সোফিয়া ভেরগারা ফর্বসের বার্ষিক সর্বোচ্চ সম্মানী তালিকায় অভিনেত্রীদের মধ্যে শীর্ষে আছেন। সোফিয়ার সম্মানী ছিল ৪৩ মিলিয়ন ডলার। তার পরই আছেন অ্যাঞ্জেলিনা জোলি (৩৫ মিলিয়ন ডলার)। ৩১ মিলিয়ন ডলার সম্মানী পেয়ে তৃতীয় অবস্থানে আছেন গ্যাল গাদত। উল্লেখ্য মার্চ থেকে প্রায় সব সিনেমা থিয়েটারই বন্ধ, বিনোদন টিভি আর ডিজিটাল প্ল্যাটফর্মের ওপর ভিত্তি করেই চলছে বলা চলে। বরার অপেক্ষা রাখে না চলচ্চিত্র তারকাদের প্রধান আয় হয় বক্স অফিসের পারফর্মেন্স থেকে। সিনেমা থিয়েটার বন্ধ থাকায় টিভি তারকারা এগিয়ে গেছে। এর ফলে ‘গ্রে’জ অ্যানাটমি’ তারকা এলেন পম্পেও স্থান পেয়েছেন আটে (১৯ মিলিয়ন ডলার) ‘দ্য হ্যান্ডমেইড’স’ টেল’ তারকা এলিজাবেথ মস ১৬ মিলিয়ন ডলার সম্মানী পেয়ে আছেন নয়ে। ১৫.৫ মিলিয়ন ডলার সম্মানী পেয়ে দশে আছেন ‘হাউ টু গেট অ্যাওয়ে উইথ মার্ডার’ তারকা ভায়োল ডেভিস। তার আগামী নেটফ্লিক্স ফিল্ম ‘মা রেইনি’জ বটম’।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।