Inqilab Logo

বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪, ০৯ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

জাকার্তা ও আশপাশের অঞ্চল প্লাবিত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০১ এএম

প্রবল বর্ষণ ও আকস্মিক বন্যায় ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা ও আশপাশের অঞ্চল প্লাবিত হয়েছে ৪৩৬ বাড়ি। শনিবার জেম্বার আঞ্চলিক দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এ কথা জানায়। বার্তা সংস্থার বরাতে জানা যায়, দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার জরুরি ও ত্রাণ ব্যবস্থাপনা বিভাগের প্রধান হেরু উইদাগদো জানিয়েছেন, একটি স্কুল ভবন ও দুটি উপাসনালয়ও বন্যায় প্লাবিত হয়েছে। ২০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ এই বন্যায় এ পর্যন্ত ৩০ জনের মৃত্যু হয়েছে। অদ্যাবধি হতাহতের কোনো খবর পাওয়া যায়নি, তেমন কিছুর আশঙ্কা নেই বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বেদাডং নদীতে উপচে পড়া বন্যার ফলে সাতটি উপ- জেলার বসতি জলাবদ্ধ হয়ে পড়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাসিন্দাদের, বিশেষত প্রবীণ ও শিশুদের জলাবদ্ধ এলাকা থেকে সরিয়ে নিয়েছে। এদিকে, বেশ কয়েকটি এলাকায় ইতোমধ্যেই বন্যার পানি হ্রাস পেতে শুরু করেছে। তবে বৃষ্টিপাত এখনও বেশি হওয়ার কারণে বাসিন্দাদের জন্য বন্যার প‚র্বাভাস ও সতর্কতা অব্যাহত রয়েছে। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইন্দোনেশিয়া


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ