মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইন্দোনেশিয়ায় একটি থানায় আত্মঘাতী বোমা হামলায় এক পুলিশ অফিসারসহ ২ জন নিহত এবং ১০ জন আহত হয়েছেন। গতকাল বুধবার (৭ ডিসেম্বর) সকালে দেশটির পশ্চিম জাভা প্রদেশের বান্দুংয়ে আস্তানা আনিয়ার থানায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। দ্য স্ট্রেইটস টাইম-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
দেশটির ন্যাশনাল পুলিশ প্রধান জেনারেল লিস্টিও সিগিত প্রবোও ঘটনাস্থল পরিদর্শন করার পর এক সংবাদ সম্মেলনে জানান, নিহতদের মধ্যে এক পুলিশ অফিসার আহতদের মধ্যে ৯ জনই পুলিশ কর্মকর্তা।
অন্যদিকে, আঙ্গুলের ছাপ এবং মুখের শনাক্তকরণ পদ্ধতিতে সন্দেহভাজন অপরাধীকে আগুস সুজাতনো ওরফে আগুস মুসলিম হিসাবে শনাক্ত করা হয়েছে।
যিনি ২০১৭ সালে বান্দুং-এর একটি সরকারি অফিসের আঙ্গিনায় প্রেসার-কুকার বোমা বিস্ফোরণের পর গ্রেপ্তার হয়েছিলেন।
ওই ঘটনায় কোনো হতাহতের ঘটনা না ঘটলেও আগুসকে চার বছরের কারাদণ্ড দেওয়া হয় এবং ২০২১ সালের সেপ্টেম্বরে মুক্তি দেওয়া হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।