Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইন্দোনেশিয়ায় ৬ মাত্রার ভূমিকম্প

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ জানুয়ারি, ২০২৩, ১০:৫০ এএম

ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রায় ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এতে হতাহত বা ক্ষয়ক্ষতি হয়েছে কি না তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। স্থানীয় সময় সোমবার (১৬ জানুয়ারি) সকালে এ ভূমিকম্প আঘাত হানে।

ইউরোপিয়ান-মেডিটেরিনিয়ান সিমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৮০ কিলোমিটার বা ৪৯ দশমিক ৭০ মাইল গভীরে ছিল।
এর আগে ১০ জানুয়ারি গভীর সমুদ্রে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়। যার প্রভাবে পূর্ব ইন্দোনেশিয়ার একটি কম জনবহুল দ্বীপের বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল।
জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থা জানিয়েছে, সে সময় ইন্দোনেশিয়ার তানিম্বার দ্বীপপুঞ্জ এবং দক্ষিণ-পশ্চিম মালুকু জেলার দুটি স্কুল ভবন এবং ১২৪টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। তবে সেই ভূমিকম্পে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
এছাড়া গত বছরের ২১ নভেম্বর দেশটির পশ্চিম জাভা প্রদেশে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল। তখন মৃত্যু হয়েছিল ৪৪ জনের ।
মূলত বিস্তীর্ণ দ্বীপপুঞ্জ, প্রশান্ত মহাসাগরীয় অববাহিকায় আগ্নেয়গিরির চাপে প্রায়ই ইন্দোনেশিয়ায় ভূমিকম্প অনুভূত হয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইন্দোনেশিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ