প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীভিত্তিক চলচ্চিত্র ‘বঙ্গবন্ধু'র চলচ্চিত্রায়নে অংশ নিতে মুম্বাই যাচ্ছেন অভিনেতা তৌকীর আহমেদ; নিজের চরিত্রের আংশিক শুটিংয়ে অংশ নিয়ে দেশে ফিরছেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।
চলচ্চিত্রটির বাংলাদেশ অংশের লাইন প্রডিউসার মোহাম্মদ হোসেন জেমী জানান, রোববার ঢাকায় ফিরছেন তিশা। সপ্তাহখানেক পর শিডিউল অনুযায়ী আবারও মুম্বাইয়ে শুটিং ইউনিটের সঙ্গে যুক্ত হবেন অভিনেত্রী।
চলচ্চিত্রটি পরিচালনা করছেন বলিউডের নির্মাতা শ্যাম বেনেগাল। এতে বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন্নেছার ভূমিকায় অভিনয় করছেন তিশা।
শুটিংয়ে অংশ নিতে জানুয়ারির শেষভাগে তিশা, চঞ্চল চৌধুরী, আরিফিন শুভ, দীঘি, দিব্য জ্যোতিসহ বেশ কয়েকজন শিল্পী মুম্বাইয়ে গেছেন; ২৫ জানুয়ারি থেকে মুম্বাইয়ের দাদা সাহেব ফালকে স্টুডিওতে ছবির চলচ্চিত্রায়ন চলছে।
৪ ফেব্রুয়ারি মুম্বাই রওয়ানা তৌকীর আহমেদ এবং শহীদুল আলম সাচ্চু। হোসেন শহীদ সোহরাওয়ার্দীর চরিত্রে তৌকীর ও শেরেবাংলা এ কে ফজলুল হকের চরিত্রে সাচ্চুকে দেখা যাবে।
৭ ফেব্রুয়ারি অভিনেতা ফজলুর রহমান বাবু, নুসরাত ফারিয়াদের সঙ্গে দ্বিতীয়বারের মতো মুম্বাই যাবেন তিশা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।