গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানীর মিরপুরে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকরা। আজ রোববার (৩১ জানুয়ারি) সকাল ৮টা থেকে মিরপুর-২ এর এর সনি সিনেমা হলের সামনে অবস্থান নেন তারা। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
পল্লবী মডেল থানার এসআই রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন। শ্রমিকদের অবস্থানের কারণে যান চলাচল বন্ধ রয়েছে বলে তিনি জানান। বিক্ষুব্ধ শ্রমিকরা বলেন, গত চার মাস ধরে বেতন দেওয়া হচ্ছে না।
মিরপুর শাহ আলী থানার উপপরিদর্শক (এসআই) রফিক হাসান জানান, ‘সকাল ৮টা থেকে কোরিয়ান জিনস ম্যানুফ্যাকচারিং কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করেন। পুলিশ মালিক পক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে। সড়ক থেকে শ্রমিকদের সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।