Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বগুড়ার ৫ পৌরসভার নির্বাচনী ফলাফলে আওয়ামী লীগ ২ বিএনপি ২ স্বতন্ত্র ১ জয়ী

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ৩০ জানুয়ারি, ২০২১, ৮:২২ পিএম

বগুড়ার ৫ পৌরসভার নির্বাচনী ফলাফলে শনিবার ২টিতে আ"লীগ ২টিতে বিএনপি ও ১টিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছে।

নির্বাচন কমিশন সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী গাবতলী পৌরসভায় বিএনপির প্রার্থী ও বর্তমান মেয়র সাইফুল ইসলাম ৬,৯৫৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মোমিনুল হক শিলু পেয়েছেন ৫,১১৫ ভোট।

কাহালু পৌরসভায় বিএনপির আব্দুল মান্নান ধানের শীষ প্রতীকে ৫,৩২১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগের প্রার্থী ও বর্তমান মেয়র হেলালুদ্দিন কবিরাজ পেয়েছেন ৪,২৯০ ভোট।

শিবগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান মেয়র তৌহিদুর রহমান মানিক নৌকা প্রতীকে ১২,৩৯৮ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। বিএনপির মতিয়ার রহমান মতিন ধানের শীষ প্রতীকে ২,৩৬৬ ভোট পেয়ে ২য় হয়েছেন।

নন্দীগ্রামে আওয়ামী লীগের আনিসুর রহমান নৌকা প্রতীকে ৭,৬৮৩ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সুশান্ত কুমার শান্ত পেয়েছেন ৫,১৮২ ভোট।

ধুনট পৌরসভায় বর্তমান মেয়র ও স্বতন্ত্র প্রার্থী এজিএম বাদশাহ ৩,৯০৬ ভোট পেয়ে জগ প্রতীকে বিজয়ী হয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বগুড়া

২২ ফেব্রুয়ারি, ২০২২
২১ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ