বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
তৃতীয় ধাপের পৌরসভা নির্বাচনে শনিবার বগুড়ার ৫ পৌরসভা যথাক্রমে গাবতলী, শিবগঞ্জ ,কাহালু,নন্দীগ্রাম ও ধুনট পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয়। শিবগঞ্জ ছাড়া অন্যান্য পৌরসভায় তেমন কোন অভিযোগ ছাড়াই ভোট গ্রহণ সুষ্ঠুভাবেই সম্পন্ন হয় বলে খবর পাওয়া যায়।
তবে ভোটে ব্যাপক অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে শিবগঞ্জ পৌরসভার বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মতিয়ার রহমান মতিন ভোট বর্জনের ঘোষনা দেন। তিনি নির্বাচন অফিসের সামনে সংবাদ সম্মেলন করে ভোট বর্জনের ঘোষণা দিয়ে বলেন, আওয়ামী লীগ প্রার্থী তৌহিদুর রহমান মানিকনি প্রভাব বিস্তার করে প্রতিটি কেন্দ্রই দখলে নিয়ে কারচুপি ও অনিয়ম করে একতরফাভাবে ভোট কেটে নেন। তাই তিনি বাধ্য হয়ে ভোট বর্জন করলেন।
তবে নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান মেয়র তৌহিদুর রহমান মানিক ভোটে অনিয়ম এবং কারচুপির অভিযোগ অস্বীকার করে জানান, সকাল থেকেই ভোটাররা কেন্দ্রে উপস্থিত হয়েতাদের পছন্দের প্রার্থীকেই ভোট দিচ্ছেন। কোনো অনিয়ম বা কারচুপির ঘটনা ঘটেনি। বিএনপি প্রার্থী তার পরাজয় নিশ্চিত জেনেই নিজের সম্মান রক্ষার্থে ভোট বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন। শিবগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার জানান, ভোট বর্জনের বিষয়টি তিনি জানেন না। তাই এব্যাপারে তার কিছুই করনীয় নেই ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।