Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফের আলোচনায় বার্নি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ জানুয়ারি, ২০২১, ১২:০২ এএম

নতুন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অভিষেক অনুষ্ঠানে সিনেটর বার্নি স্যান্ডার্সের বসে থাকার ছবি বিশ্বজুড়ে ইন্টারনেট সেনসেশনে পরিণত হয়েছিল। এবার সেই ছবির অনুকরণে হাতে বানানো পুতুল বিক্রি করছেন টেক্সাসের এক পুতুল নির্মাতা। এবার সেই পুতুলও আলোড়ন ফেলে দিয়েছে।
মঙ্গলবার এক অকশনে সেই পুতুল বিক্রি করে ৪০ হাজার ডলারের বেশি অর্থ সংগ্রহ করা হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, ওই পুতুল বিক্রির টাকা দেওয়া হবে মিলস অন ওয়েলস আমেরিকা নামে এক দাতব্য সংস্থাকে। দুস্থ ও গৃহহীন মানুষদের খাদ্য সহায়তা দিয়ে থাকে সংস্থাটি। মজার ব্যাপার হচ্ছে, বার্নি নিজেই সেই দৃশ্য নিয়ে সোয়েট শার্ট বানিয়ে বিক্রি করছেন। সেখান থেকে সংগৃহিত অর্থ একটি দাতব্য সংস্থাকে দান করে দিয়েছেন।
বাইডেনের অভিষেকে জ্যাকেট, উলের হাতমোজা এবং নীল রঙের সার্জিক্যাল মাস্ক পরিহিত বার্নি ধরা পড়েন ফটোগ্রাফারের ক্যামেরায়। একেবারেই সাধারণ সেই দৃশ্য ইন্টারনেটে মিম আকারে ভাইরাল হয়ে যায়। সেই ছবি নিয়ে বার্নির পুতুলগুলো বানিয়েছেন টবি কিং। সেগুলো বিক্রির জন্য তোলা হতেই আলোড়ন ফেলে দেয়। ইবে থেকে সবগুলো পুতুলই বিক্রি হয়ে যায়। এ টাকা শতভাগই দাতব্য কাজে ব্যয় হবে বলে নিশ্চিত করে টবি। সূত্র : সিএনএন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ