মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বৈষম্য বিরোধী কর্মসূচি পর্যালোচনায় নেতৃত্ব দেয়ার জন্য ইসরাইলের মিত্রকে নিয়োগ দিয়েছে ব্রিটিশ সরকার। এ বিষয়টি ব্রিটেনে ক্রমবর্ধমান মুসলিম বিরোধী মনোভাবের প্রমাণ। বৃহস্পতিবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই মন্তব্য করেছে তুরস্কের জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একে পার্টি) যুক্তরাজ্য বিভাগ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যুক্তরাজ্য সরকারের বিতর্কিত প্রিভেন্ট প্রোগ্রামের একটি পর্যালোচনায় নেতৃত্বের জন্য নিযুক্ত উইলিয়াম শক্রস ইসলাম ও মুসলমানদেরকে প্রকাশ্যে অবজ্ঞা করার জন্য কুখ্যাত হয়েছেন।’ প্রসঙ্গত, ২০১২ সালে শোক্রস বলেছিলেন, ‘ইসলাম হচ্ছে ইউরোপে আমাদের ভবিষ্যতের জন্য অন্যতম বৃহত্তম এবং সবচেয়ে ভয়ঙ্কর সমস্যা। আমি মনে করি যে, সমস্ত ইউরোপীয় দেশগুলোতে প্রচুর মুসলমান রয়েছে এবং তাদের সংখ্যা আরও বাড়ছে।’
এ বিষয়ে একে পার্টির চেয়ারম্যান আবদুর রহিম বায়নুকালিন বলেছেন, ‘শক্রসের নিয়োগ ব্রিটেনের ক্রমবর্ধমান মুসলিমবিরোধী মনোভাবের প্রমাণ। কিভাবে এই ধরণের বিষয়ে নেতৃত্ব দেয়ার জন্য তার মতো পুরোপুরি মুসলিম-বিদ্বেষী কাউকে নিয়োগ দেয়া হতে পারে? তার প্রোফাইলই বার্তা দেয় যে নতুন এই প্রোগ্রামটি ত্রুটিযুক্ত হতে চলেছে। মুসলমানদেরকে লক্ষ্যবস্তু করার জন্য বৃহত্তর মুসলিম সম্প্রদায় ও মানবধিকার গোষ্ঠীগুলো সম্মিলিতভাবে ব্রিটিশ সরকারের এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করছে। প্রিভেন্ট প্রোগ্রাম এবং শক্রসের নিয়োগ, উভয়ই বাতিল করতে হবে।’ সূত্র: মিডল ইস্ট মনিটর।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।