Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুক্তরাষ্ট্রে পণবন্দির পর ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসক আত্মঘাতী হন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০২১, ৩:৪৬ পিএম

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের টেক্সাস প্রদেশের অস্টিন শহরে চিলড্রেন্স মেডিক্যাল গ্রুপের অফিসে হাজির হন শিশুরোগ বিশেষজ্ঞ ভারত নারুমানচি। কিছুদিন আগে তার ক্যানসার ধরা পড়ে। হাতে বন্দুক নিয়ে চিলড্রেন্স মেডিক্যাল গ্রুপের অফিসে উপস্থিত সকলকে পণবন্দি করে এক নারী চিকিৎসককে গুলি করেন। এরপর তিনি আত্মঘাতী হন। -ফক্স নিউজ

পুলিশ জানিয়েছে, অফিসের সকলকে পণবন্দি করার কিছুক্ষণ বাদে নারুমানচি কয়েকজনকে ছেড়ে দেন। পরে ক্যাথরিন ডবসন নামে এক নারী শিশুরোগবিশেষজ্ঞকে গুলি করেন নারুমানচি। এক সপ্তাহ আগে একবার ওই অফিসে এসে স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করার জন্য আবেদন জানিয়েছিলেন। ক্যাথরিন ডবসনকে তিনি আগে চিনতেন কিনা জানা যায়নি। পুলিশ ঘটনাস্থলে এসে অফিসের বাইরে থেকে বার বার নামরুচির সঙ্গে যোগযোগ করতে চেষ্টা করে। কোনও সাড়া না পেয়ে তারা অফিসে ঢোকে। সেখানে দেখা যায়, ক্যাথরিন ও নামরুচি গুলিবিদ্ধ অবস্থায় পড়ে আছেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের হাউজ অব রিপ্রেজেন্টেটিভ এর স্পিকার পেলোসি এও বলেন, কংগ্রেসের অনেক সদস্য হাউসে অস্ত্র নিয়ে আসেন। তার মানে আমাদের অনেক কংগ্রেস সদস্যই অস্ত্র আনতে চান এবং তারা একে অপরের সঙ্গে কখনো বিতর্কে জড়িয়ে পড়েন, হুমকি দেন। সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের উস্কানিমূলক বক্তব্যের পর ক্যাপিটল হিলে তার উগ্র সমর্থকদের হাঙ্গামার বিষয়টি উল্লেখ করে পেলোসি বলেন, ওই ঘটনার পর কংগ্রেস সদস্যদের মধ্যে শঙ্কা বিরাজ করছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ