Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ট্রাম্পের নারী আসক্তিকে দুর্বলতা হিসেবে ব্যবহার করেছিলেন পুতিন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০২১, ১১:৫০ এএম

মার্কিন সাংবাদিক ক্রেইগ উঙ্গার জানান, ট্রাম্পের নারী আসক্তিকে দুর্বলতা হিসেবে ব্যবহার করেছিলেন পুতিন।গত বৃহস্পতিবার প্রকাশিত তার বই ‘ইন আমেরিকান কম্প্রোম্যাট: হাউ দ্য কেজিবি কাল্টিভেটেড ডোনাল্ড ট্রাম্প, অ্যান্ড রিলেটেড টেলস অব সেক্স, পাওয়ার, অ্যান্ড ট্রেচরি’এ এমনই তথ্য প্রকাশিত হয়েছে। বইতে ক্রেইগ উঙ্গার জানান, নামে বেনামে রাশিয়ান ধনকুবেররা ট্রাম্প ডেভেলপমেন্টে বিলাসবহুল ফ্লাট কিনেছেন। কন্ডোমিনিয়াম কিনেছেন। -সিএনএন, বাজফিড নিউজ ও পলিটিকো

বাজফিড নিউজের ২০১৮ সালের এক তদন্ত রিপোর্ট অনুসারে যুক্তরাষ্ট্রে ট্রাম্প ব্র্যান্ডের কমপক্ষে ১৩০০ কন্ডো বিক্রি হয়েছে গোপন সব ব্যক্তিদের কাছে। এসব ক্ষেত্রে লেনদেন হয়েছে নগদ ক্যাশে। জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ইউরি ডুবিনিনের কন্যা নাতালিয়া ডুবিনিনার প্রতি আকৃষ্ট হয়েছিলেন ট্রাম্প। নাতালিয়া ডুবিনিনাকে প্রায়ই দেখা যেত ট্রাম্পের সঙ্গে একান্তে সময় কাটাতে। এ নিয়ে নাতালিয়ার বাবা মেয়ের প্রতি বিরাগভাজন হয়েছিলেন। কিন্তু মেয়ের ট্রাম্পের সঙ্গে সখ্যতা কমাতে পারেননি। ক্রেইগ উঙ্গার জানান, নাতালিয়া মুলত ছিলেন পুতিনের নির্দেশেই নিয়োজিত। কেজিবির গুপ্তচর।

উঙ্গার তার বইতে আরও জানান যে, রাশিয়া আকৃষ্ট হয়েছিল যে পারমাণবিক নিরস্ত্রীকরণে ট্রাম্প প্রয়োজনীয় হয়ে উঠতে পারেন। ১৯৮৬ সালে জাতিসংঘের বিজনেস সম্মেলনে যোগ দিয়েছিলেন সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্রদূত ইউরি ডুবিনিন। ওই সময় তার পাশে বসেছিলেন ডোনাল্ড ট্রাম্প। ফলে যে সমালোচনা হয় তার জবাবে ট্রাম্প বলেছিলেন, তিনি ক্রেমলিনের সাথে যথাযথভাবে সম্পর্ক প্রতিষ্ঠা করেছেন। এর মধ্য দিয়ে তিনি কোনো অপরাধ করেননি।



 

Show all comments
  • Mohammad Oli Ullah ২৯ জানুয়ারি, ২০২১, ৪:০৪ পিএম says : 0
    ঠিক যে পদ্ধতি ট্রাম্প কাক্কু বাদশা সালমানের ক্ষেত্রে প্রয়োগ করেছেন
    Total Reply(0) Reply
  • Glow Worm ২৯ জানুয়ারি, ২০২১, ৪:০৪ পিএম says : 0
    এই রকম নারীর প্রতি আসক্তি না হয়ে উপায় আছে।
    Total Reply(0) Reply
  • মোহাম্মদ মোশাররফ ২৯ জানুয়ারি, ২০২১, ৪:০৫ পিএম says : 0
    যে যেটার জন্য পাগল।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ