মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
গ্রিসের আগ্নেয় দ্বীপ লেসবোসে অন্তত দুই কোটি বছর আগের একটি গাছের জীবাশ্ম পাওয়া গেছে। এত বছর মাটির নিচে থাকলেও মাটি খুঁড়ে গাছটির শেকড় অক্ষত পেয়ে বিস্মিত হয়েছেন বিজ্ঞানীরা।
এক বিজ্ঞানী বলেন, এটি সত্যিই তাৎপর্যপূর্ণ- শাখাসহ গাছটিকে পাওয়া গেছে। এ ধরনের ঘটনা এই অঞ্চলে আগে কখনো হয়নি। এমনকি বিশ্বেও এত পুরনো গাছের জীবাশ্ম পাওয়ার ঘটনা বিরল। এটা নিয়ে আমরা বিস্তর গবেষণা চালাব। গবেষকরা মনে করছেন, সেসময় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে গাছটি মাটির নিচে চাপা পড়ে যেতে পারে। জীবাশ্ম বিশ্লেষণ করে সে সময়কার জলবায়ু, প্রাণী সম্পর্কে ধারণা পাওয়া যাবে। অতীতের চেয়ে বর্তমানে জলবায়ু কতটা পরিবর্তন হয়েছে তাও জানা যাবে বলে উল্লেখ করেন তারা। বিশালাকার গাছের জীবাশ্ম ছাড়াও কাঠ ও পাতার নমুনা পাওয়া গেছে। জায়গাটিকে উন্মুক্ত জাদুঘর করার কথা ভাবছে কর্তৃপক্ষ। তবে এর আগেও দ্বীপটিতে বিভিন্ন প্রাচীন গাছের ফসিল আবিস্কৃত হয়েছে। সূত্র : ডেইলি মেইল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।