Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিক্ষোভ অব্যাহত রাখার ঘোষণা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০২১, ১২:৪৪ এএম

ভারতের নতুন কৃষি আইন বাতিলের দাবিতে দিল্লিতে বিক্ষোভকারী কৃষকদের ওপর সহিংসতার ঘটনায় নিন্দা জানিয়েছেন কৃষক নেতারা। তাদের দাবি, আন্দোলনকে নস্যাৎ করতেই শান্তিপূর্ণ মিছিলের ওপর তান্ডব চালানো হয়েছে। বিক্ষোভ অব্যাহত রাখারও ঘোষণা দিয়েছেন কৃষক নেতারা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। প্রজাতন্ত্র দিবসে দিল্লিতে আগে থেকেই ট্রাক্টর মিছিল করার কথা ছিল কৃষকদের। সে অনুযায়ী মিছিল নিয়ে কৃষকেরা এদিন দিল্লি অভিমুখে রওনা দিলে তাদের ঠেকাতে মরিয়া হয়ে ওঠে পুলিশ। দফায় দফায় সংঘর্ষ, টিয়ার গ্যাস আর মোড়ে মোড়ে বসানো কাঁটাতারের ব্যারিকেড ভেঙে দিল্লির ঐতিহাসিক লালকেল্লায় পৌঁছে যায় বিক্ষোভকারী। ভেতরে প্রবেশের পর দূর্গের চূড়ায় উড়িয়ে দেওয়া হয় কৃষক আন্দোলনের পতাকা। এদিন এক আন্দোলনকারী কৃষকের মৃত্যুও হয়। সঙ্গীদের দাবি, পুলিশের গুলিতে তিনি নিহত হয়েছেন। তবে পুলিশের দাবি, আইটিও মোড়ের কাছে একটি দ্রুতগামী ট্রাক্টর উল্টে গেলে ওই কৃষকের মৃত্যু হয়। এক বিবৃতিতে সংযুক্ত কিষান মোর্চা দাবি করেছে, সহিংসতার পেছনে রয়েছে সমাজবিরোধীরা। কৃষকদের শান্তিপূর্ণ আন্দোলনকে কলুষিত করতেই এই ষড়যন্ত্র করা হয়েছে বলেও অভিযোগ করেন কৃষক নেতারা। ঘটনার নিন্দা জানিয়ে দেওয়া বিবৃতিতে তারা আরও বলেন, ‘যে অনাকাক্সিক্ষত ও অগ্রহণযোগ্য ঘটনা ঘটেছে তার জন্য নিন্দা জানাচ্ছি ও অনুশোচনা প্রকাশ করছি। যারা এ ধরনের কর্মকান্ড সংঘটিত করেছে তাদের থেকে নিজেদেরকে বিচ্ছিন্ন করছি।’ তবে কৃষক সংঘগুলো জানিয়ে দিয়েছে কোনোভাবেই তাদেরকে আন্দোলন থেকে বিচ্যুত করা যাবে না। তারা তাদের কর্মস‚চি চালিয়ে যাবে। বিবিসি, এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ