Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেয়ের জন্মদিনের পার্টিতে নাচলেন স্বস্তিকা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৮ জানুয়ারি, ২০২১, ৬:০২ পিএম
মাথার উপরে মুক্ত আকাশ। তারই নিচে নিয়নের আলোয় সাজানো ছাদ। এমন পরিবেশে যদি প্রিয় গানটি বেজে ওঠে। কেই বা বসে থাকতে পারে? স্বস্তিকা মুখোপাধ্যায় অন্তত পারেন না। খসে পড়ুক আঁচল। “টিপ টিপ বরসা পানি”র ছন্দে অঙ্গ দুলিয়ে নাচ তো করতেই হবে! মেয়ের জন্মদিনের পার্টিতে এভাবেই চুটিয়ে আনন্দ করেছেন অভিনেত্রী। তারই কিছু মূহূর্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।
 
মায়ের আদর্শেই বড় হয়ে উঠেছেন অন্বেষা। কুড়ির গণ্ডি পেরিয়ে পা দিয়েছেন একুশে। সেই উপলক্ষ্যেই এই ছাদ পার্টির আয়োজন করা হয়েছিল। সেলিব্রেশনের ছবি আপলোড করেছেন তিনিও। ক্যাপশনে লিখেছেন, “২১ বছর হয়ে গেল এখনও কিছু শিখলাম না।” 
 
১৯৯৪ সালে মুক্তি পেয়েছিল অক্ষয় কুমার ও রবিনা ট্যান্ডন অভিনীত ছবি ‘মোহরা’। সেই সিনেমার জন্যই “টিপ টিপ বরসা পানি” গানটি গেয়েছিলেন উদিত নারায়ণ ও অলকা ইয়াগনিক। আর রবিনা ট্যান্ডনের রূপের আগুন ঠিকরে পড়েছিল ক্যামেরার সামনে। সেই সম্মোহনের থেকে কোনও অংশে কম নয় স্বস্তিকার এই ছাদ পার্টির নাচ। স্বস্তিকার সঙ্গে নেচেছেন সৃষ্টি। যাকে নিজের ডান্স পার্টনার হিসেবেই ব্যাখ্যা করেছেন স্বস্তিকা। ভিডিওর মাঝে ছোট্ট একটি বাচ্চাকেও দেখা গিয়েছে। তার নাম শিব বলেই ক্যাপশনে জানিয়েছেন নায়িকা। রবিনার মতো  স্বস্তিকার পরনের শাড়িতেও হলুদের ছোঁয়া ছিল, সেকথা ক্যাপশনে স্মরণ করিয়ে দিতেও ভোলেননি। পার্টির আরও কিছু ছবিও পোস্ট করেছেন স্বস্তিকা।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢালিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ