মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইরাকের কিরকুক প্রদেশে অভিযান চালিয়ে সাত আইএস জঙ্গিকে হত্যা করেছে দেশটির সেনাবাহিনী। এদের মধ্যে আইএসের তিনজন নেতা রয়েছে। গতকাল বুধবার কিরকুকের দক্ষিণে অবস্থিত আল-চেই উপত্যকায় ইরাকি সেনাবাহিনী ওই অভিযান চালায়। তবে এতে সেনাবাহিনীর সদস্যরা হতাহতের শিকার হয়েছে কিনা তা বলা হয়নি। খবর আনাদোলুর।
দেশটির সেনা সূত্র জানায়, কিরকুকে আইএসের হামলার প্রস্তুতির গোপন খবর পেয়ে বুধবার ভোরে অভিযান চালায় সেনা সদস্যরা। এ সময় দুই আইএস সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয় ইরাকি সেনাবাহিনী। অন্য সাত সদস্য গোলাগুলিতে নিহত হন।
২০১৭ সালে মার্কিন জোটের সহায়তায় আইএস জঙ্গিদের ইরাকি বাহিনী বিতাড়িত করলেও সম্প্রতি বেশ কয়েকটি হামলা চালিয়ে আবারও তাদের উপস্থিতির জানান দিচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।