মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আফগানিস্তান, ইরান ও ইয়ামেন ইস্যুতে ট্রাম্পের নীতিতে পরিবর্তন আনবে নতুন প্রশাসন, জানালেন নতুন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিনকেন। দায়িত্ব নেয়ার পরপরই সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি পরিবর্তন ও খতিয়ে দেখতে অনেকগুলো নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বাইডেন প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে সিনেটে নিয়োগ নিশ্চিত হওয়ার পর পূর্ববর্তী প্রশাসনের নীতিমালা পর্যালোচনায় ব্যস্ত দিন পার করেছেন অ্যান্থনি ব্লিনকেন। প্রথম দিনই ব্লিনকেন জানিয়েছেন, জে বাইডেন ২০১৫ সালে স্বাক্ষরিত ইরান পরমাণু চুক্তিতে ফিরতে সদিচ্ছা ব্যক্ত করেছেন। কিন্তু এক্ষেত্রে ইরানের দাবী অনুযায়ী যুক্তরাষ্ট্রই চুক্তির টেবিলে এগিয়ে আসবে না। -আল জাজিরা, দ্য গার্ডিয়ান
যুক্তরাষ্ট্র তখনই চুক্তিতে ফিরবে যখন ইরান তাদের প্রতিশ্রুতি রক্ষা করবে।’ ব্লিনকেন আরো জানান, যদি চুক্তিতে ফেরা হয় তবে ওয়াশিংটন দীর্ঘস্থায়ী ও শক্তিশালী চুক্তি নিশ্চিত করবে। এখানে ইরানের ব্যালেস্টিক মিসাইল উন্নয়ন ও হালনাগাদ করা সহ ইরাক, সিরিয়া, লেবানন এবং ইয়েমেনের মতো দেশগুলোতে যুদ্ধরত গোষ্ঠিগুলোকে ইরানের সমর্থন দেয়ার মতো অন্যান্য সমস্যাগ্রস্ত বিষয়গুলোও অর্ন্তভূক্ত থাকবে। আফগানিস্তানে তালেবানদের সঙ্গে গত বছর যুক্তরাষ্ট্রের স্বাক্ষরিত হওয়া শান্তিচুক্তি নিয়ে ব্লিনকেন বলেছেন, ‘আমরা এই চুক্তির অনেক গভীরে যেতে চাই। সবকিছু খতিয়ে দেখেই সামনে এগিয়ে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।’
শান্তি আলোচনায় ট্রাম্প প্রশাসনের বিশেষ দূত জালমে খলিলজাদ নতুন প্রশাসনেও একই দায়িত্বে থাকবেন বলে জানিয়েছেন ব্লিনকেন। ওই চুক্তিতে চলতি বছরের মে মাসের মধ্যে আফগানিস্তান থেকে সব মার্কিন সেনাকে প্রত্যাহার করে নেয়ার কথা বলা হয়েছিলো। ইয়েমেনে যুদ্ধরত হুথি বিদ্রোহীদের ওপর সাবেক পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর আরোপিত বেশ কিছু নিষেধাজ্ঞাও তুলে নেয়া হয়েছে। জাতিসংঘ ও অন্যান্য মানবাধিকার সংগঠনগুলো বিশেষভাবে এই নিষেধাজ্ঞাগুলো তুলে নেয়ার আহ্বান জানিয়েছিলো বাইডেন প্রশাসনকে ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।