Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পবিত্র কাবার ছাদ পরিষ্কারে প্রযুক্তি বিষয়ক বিশেষজ্ঞ দল গঠন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০২১, ৪:০৮ পিএম

মুসলমানদের পবিত্র কাবা শরীফের ছাদ মাত্র ৪০ মিনিটে পরিষ্কার করতে একটি বিশেষজ্ঞ দল গঠন করেছে মসজিদুল হারামাইন শরীফের পরিচালনা পরিষদ। পরিষদের প্রযুক্তি বিষয়ক বিভাগের উপ-প্রধান মুহাম্মদ আল জাবরি বলেন, ‘পবিত্র কাবার ছাদ পরিষ্কার-পরিচ্ছন্ন করতে পরিচালনা পরিষদ প্রযুক্তি বিষয়ক সেবার আওতায় একটি বিশেষ দল গঠন করেছে।’

পরিচালনা পরিষদের এই কর্মকর্তা আরো বলেন, পবিত্র কাবার ছাদ পরিষ্কারের কাজটি কয়েক ধাপে সম্পন্ন করা হয়। প্রথমত ছাদে ঝাড়ু দিয়ে পাখির মল ও আবর্জনা ফেলে দেওয়া হয়। অতঃপর পুরো ছাদ, চাদর রাখার স্থান, দেওয়াল, কাবার ছাদে ওঠার দরজা মোছা হয়। এরপর আবারও পানির ছিটা দিয়ে তা মোছা হয়। অতঃপর পুরো জায়গা শুকানো হয়।’

জাবেরি বলেন, ‘পুরো কাজটি করতে বিশেষজ্ঞ দলের মাত্র ৪০ মিনিট সময়ের প্রয়োজন হয়। পরিষদের প্রযুক্তি বিষয়ক বিশেষজ্ঞ দল উন্নত সরঞ্জাম দিয়ে পরিষ্কার করা হয়। এতে মূল্যবান মারবেল পাথরের সুরক্ষা নিশ্চিত হয় এবং ভালো করে পরিচ্ছন্ন করা সম্ভব হয়। এছাড়া পবিত্র কাবা ও বিশেষত মসজিদে হারামের সৌন্দর্য আপন অবস্থায় থাকে।’ সূত্র : সউদী গেজেট



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সউদী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ