মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেকে দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘পদ্মবিভূষণ’ দিতে যাচ্ছে ভারত। জন সম্পৃক্ততার ক্ষেত্রে ‘ব্যতিক্রমী ও বিশেষ সেবার’ জন্য ৬৬ বছর বয়সী আবেকে এ সম্মাননা দেয়া হবে।
প্রতি বছর পদ্মবিভূষণ, পদ্মভূষণ ও পদ্মশ্রী এই তিন ক্যাটাগরিতে পদ্ম পুরস্কার দেয় ভারত। শিল্প, সমাজসেবা, জনসম্পর্ক, বিজ্ঞান ও প্রকৌশল, বাণিজ্য ও শিল্প, চিকিৎসা, সাহিত্য, শিক্ষা, সিভিল সার্ভিস, ক্রীড়া ও অন্যান্য বিভাগে বিশেষ অবদানের জন্য এ সম্মাননা দেয়া হয়। প্রতি বছর ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসের আগের সন্ধ্যায় বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। সোমবার (২৫ জানুয়ারি) এ বছরের ১১৯ বিজয়ীর নাম ঘোষণা করে দেশটি। আবে ছাড়াও এ বছর পদ্মবিভ‚ষণ পেয়েছেন আরও সাত গুণী। এ ছাড়া পদ্মভ‚ষণ পেয়েছেন ১০ জন।
২০১২ সালে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পরও ভারতের সঙ্গে সম্পর্কের উন্নতি করেন আবে। ইন্দো-প্যাসিফিক অঞ্চলে চীনের প্রভাব কমাতে জাপান-ভারত মিত্র হিসেবে পরিচিত। বিদেশীদের মধ্যে মাদার তেরেসা ও নেলসন ম্যান্ডেলার মতো ব্যক্তিত্বদের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ‘ভারতরত্ম’ দেয় ভারত। পদ্মবিভ‚ষণ দেয়া হয়েছে ৩২১ জনকে। ২০০১ সালে সাবেক প্রতিরক্ষামন্ত্রী হোসেই নরোটার পর আবেই হচ্ছেন দ্বিতীয় জাপানি, যিনি এ সম্মাননা পাচ্ছেন। সূত্র : এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।