পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্ত্রীর দায়ের করা মামলায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দারুস সালাম থানা আওয়ামী লীগের সভাপতি এ বি এম মাজহারুল এনামকে গ্রেফতার করেছে পুলিশ। মামলায় এনামের বিরুদ্ধে পরকীয়ায় জড়িয়ে শারীরিক নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে।
গতকাল দারুস সালাম থানার ওসি তোফায়েল আহমেদ জানান, এনামের স্ত্রী ফিরোজা পারভীন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চুর ছোট বোন। তিনি এনামের বিরুদ্ধে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন। পরে তাকে গ্রেফতার করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, এই মামলায় মোট সাত জনকে আসামি করা হয়েছে। মামলায় এনাম ছাড়াও আসামি হিসেবে রাখা হয়েছে তার ভাই, বোন, ভাগনে, বন্ধুদের। এছাড়াও আসামি করা হয়েছে নাজমা আক্তার মুন্নিকে। বাদীর অভিযোগ, মুন্নির সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন এনাম।
এজাহারে বাদী অভিযোগ করেছেন, তাদের সংসার সুখেই চলছিল। কিন্তু অন্য আসামিদের ‘যোগসাজশ ও কুপরামর্শে’ মুন্নির সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন এনাম। এ নিয়ে সংসারে অশান্তি নেমে আসে। এর জের ধরে এনাম প্রায়ই নির্যাতন করেছেন তাকে। গত ১২ জানুয়ারি মারধর করে তিনি বাদীকে বাসা থেকে বের করে দেন এবং ১০ লাখ টাকা যৌতুক দাবি করেন। বাদী আরও অভিযোগ করে বলেন, গত ২৫ জানুয়ারি তিনি বাবার বাসায় ছিলেন। পরে সেখান থেকে বাসায় ফিরে দেখেন বাসার আলমারি ভেঙে ফেলা হয়েছে। জানতে চাইলে এনাম ও অন্য আসামিরা তাকে হত্যাচেষ্টা চালান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।