প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
করোনার কারণে দীর্ঘদিন ধরে সঙ্গীতশিল্পীদের স্টেজ শো বন্ধ ছিল। তবে করোনার প্রকোপ কমে আসায় অনেকে ধীরে ধীরে স্টেজ শো শুরু করেছেন। শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী দিলশাদ নাহার কনাও স্টেজে গাওয়া শুরু করেছেন। করোনার কারণে বেশ বেছে বেছে শো করছেন এ শিল্পী। স্টেজের পাশাপাশি চলচ্চিত্রের প্লেব্যাকও করছেন। স¤প্রতি সরকারি অনুদানের সিনেমা ‘মুখোশ’-এর দুটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। দুটি গানেই তার সহশিল্পী ইমরান। অন্যদিকে ইমরানের সঙ্গে কনার নতুন একটি গানও প্রকাশিত হয়েছে। ‘নিশিতে যাইয়ো ফুলবনে’ গানটির কাভার করেছেন তারা। গানটিতে দুজনে পারফর্মও করেছেন। নতুন করে গাওয়া গানটি ডেডলাইন মিউজিক থেকে প্রকাশিত হয়েছে। শ্রোতা-দর্শকও পছন্দ করছেন। তবে অনেক দিন ধরে কনা মৌলিক গান গাচ্ছেন না। করোনাসহ চলচ্চিত্রের গান নিয়ে ব্যস্ততার কারণে মৌলিক গানে সময় দিতে পারছেন না বলে তিনি জানান। কনা বলেন, চলচ্চিত্রের গান নিয়ে আসলে নিয়মিত ব্যস্ত সময় পার করতে হচ্ছে। করোনার কারণেও দীর্ঘ একটা বিরতি পড়ে গেছে। তবে এ বছর কয়েকটি মৌলিক গান প্রকাশের ইচ্ছে রয়েছে। এরইমধ্যে মৌলিক গানের কাজ শুরু করেছি। বছরের নির্দিষ্ট সময় পরপর এ গানগুলো ভিডিওসহ প্রকাশের ইচ্ছে রয়েছে। আমার বিশ্বাস, গানগুলো ভালো লাগবে সবার। চলচ্চিত্রের গান নিয়ে কনা বলেন, বেশকিছু নতুন সিনেমায় গাওয়া হয়েছে। আরো কিছু গানে কণ্ঠ দেবো। আশা করছি ভালো কিছু হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।