প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
আগামী ২ এপ্রিল বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির দ্বিবার্ষিক নির্বাচন। গত ২৪ জানুয়ারি সমিতির বর্তমান কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এবার প্রধান নির্বাচন কমিশনার হচ্ছেন প্রবীণ চলচ্চিত্র পরিচালক আব্দুল লতিফ বাচ্চু। এতে কমিশনারের দায়িত্বে থাকছেন আ স ম শফিকুর রহমান ও ডি এইচ নিশান।
সমিতির সাংগঠনিক সম্পাদক কাবিরুল ইসলাম রানা জানান, গত ৩১ ডিসেম্বর বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়েছে। কিন্তু করোনা পরিস্থিতিতে নতুন নির্বাচন পিছিয়ে যায়।
গতকাল কার্যনির্বাহী কমিটির বৈঠকে আগামী ২ এপ্রিল নির্বাচনের দিন ধার্য করা হয়েছে। এর ৪৫ দিন আগ থেকে কমিশন ভোটের কার্যক্রম শুরু করবে।
এবারের নির্বাচনে চারটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করবে বলে শোনা গেলেও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনও ঘোষণা আসেনি।
উল্লেখ্য ২০১৯ সালের ২৫ জানুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে মুশফিকুর রহমান গুলজার সভাপতি আর বদিউল আলম খোকন মহাসচিব নির্বাচিত হন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।