গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানীর যাত্রাবাড়ীর ধনিয়া কলেজের সামনে সড়ক দুর্ঘটনায় ওলি উল্লাহ (৫২) নামের এক ব্যাক্তি নিহত হয়েছেন। গতকাল সোমবার বেলা ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওলি উল্লাহ কুমিল্লার তিতাস উপজেলার মৃত আব্দুল আলীর ছেলে। কদমতলী থানাধীন নামা শ্যামপুর জিয়া স্বরণী এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন তিনি। যাত্রাবাড়ী থানার এসআই আব্দুল আজিজ জানান, ধনিয়া কলেজের সামনে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি গাড়ির ধাক্কায় ঘটনাস্থলে মারা যান তিনি। ঘটনার পর সুরতহাল সম্পন্ন করে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।
নিহতের ভাই আব্দুল বারী জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঢামেক হাসপাতালে গিয়ে ভাইয়ের লাশ শনাক্ত করি। তার চার ছেলে ও তিন মেয়ে রয়েছে। বর্তমানে কিছুই করতেন না তিনি। বাড়ি ভাড়ার টাকায় ওলি উল্লাহর সংসার চলতো বলে তিনি জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।