Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নির্বাচনী প্রচারণায় বাধা

উলিপুর (কুড়িগ্রাম) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০২১, ১২:০১ এএম

কুড়িগ্রামের উলিপুরে বিএনপির মেয়র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় বাঁধা প্রদানের অভিযোগ উঠেছে। গভীর রাতে নেতা-কর্মীদের বাড়িতে গিয়ে হুমকি ও প্রচার মাইকের মেশিন ছিনিয়ে নেয়াসহ বিভিন্ন অভিযোগ তুলে গতকাল সোমবার বিকাল ৫টায় উপজেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন মেয়র প্রার্থী হায়দার আলী মিঞা। 

সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত ২০ জানুয়ারী থেকে আমার সকল ওয়ার্ডের নেতা-কর্মী ও ভোটারদেরকে নৌকা প্রতীকের কর্মীরা নানা ভাবে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছেন। তারা ধানের শীষের পক্ষে যাতে কেউ প্রচারণায় অংশগ্রহণ না করেন এবং ভোট কেন্দ্রে এজেন্ট না হন এজন্য ভয় দেখাচ্ছেন।
তিনি লিখিত অভিযোগে বলেন, গত ২৩ জানুয়ারী বিকালে পৌরসভার ১নং ওয়ার্ডে প্রচারণায় থাকা মহিলা কর্মীদের লাঞ্চিত করা হয়। ওই দিন পৌর শহরে ধানের শীষের প্রচারণায় বাঁধা দিয়ে লিফলেট কেড়ে নিয়ে ছিড়ে ফেলা হয় এবং তাদের প্রচারণার মাঠ থেকে তুলে দেয়া হয়। নৌকার কর্মীরা নির্বাচনী আচরন বিধি লঙ্ঘন করে গভীর রাত পর্যন্ত মোটর সাইকেল শোডাউন ও মিছিল করে আসছেন। এ ব্যাপারে রিটানিং কর্মকর্তাসহ নির্বাচন সংশ্লিষ্ট প্রশাসনের সকল পর্যায়ে ৫-৬টি অভিযোগ করা হয়েছে।
অভিযোগের প্রেক্ষিতে প্রশাসনের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে। বিষয়গুলো তারা দেখছেন এবং নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখার সকল ব্যবস্থা গ্রহণ করবেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যতই বাধা বিঘ্ন সৃষ্টি করা হোক না কেনো, শেষ পর্যন্ত নির্বাচনী মাঠে বিএনপি থাকবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মেয়র প্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি হায়দার আলী মিঞা, সিনিয়র সহ-সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বুলবুল, পৌর বিএনপির সভাপতি নুর মোহাম্মদ, সাধারণ সোলায়মান সরকার প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নির্বাচন

২ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ