মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
জো বাইডেনের শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে সহিংসতার আশঙ্কায় ওয়াশিংটন ডিসিতে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। শপথের কয়েকদিন আগে থেকেই ক্যাপিটল হিলের ভেতর-বাইরে অবস্থান নেন ২৫ হাজার জাতীয় নিরাপত্তা সদস্য। অনেক সদস্য ক্যাপিটল হিলের গাড়ির পার্কিং-এর মেঝেতে ঘুমিয়েছেন, এমন বেশ কিছু ছবি ঘুরছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই বিষয়টি নজরে আসায় ওইসব জাতীয় নিরাপত্তা রক্ষীদের কাছে ক্ষমা চেয়েছেন সদ্য শপথ নেওয়া মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সম্প্রতি গণমাধ্যমসহ সোশ্যাল মিডিয়াতে প্রকাশিত ছবিতে দেখা যায়, অনেক মার্কিন জাতীয় নিরাপত্তা রক্ষী মেঝেতে বিশ্রাম নিচ্ছেন। আর ওই ঘটনায় দেশটির রাজনীতিবিদদের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে। যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্যের গভর্নর এই বিতর্কের কারণে সেনা প্রত্যাহার করে নেন। বিষয়টি এড়িয়ে যায়নি প্রেসিডেন্ট জো বাইডেনের নজরও। স্থানীয় সময় শুক্রবার (২২ জানুয়ারি) তিনি ন্যাশনাল গার্ড ব্যুরোর প্রধানকে ফোন করে ক্ষমা চান এবং এ বিষয়ে কী করা যেতে পারে তাকে জিজ্ঞেস করেন বলেও মার্কিন গণমাধ্যমে উঠে এসেছে। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।