Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুড়িগ্রামে বঙ্গবন্ধু ফুটবল লীগ উদ্বোধন

কুড়িগ্রাম জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ জানুয়ারি, ২০২১, ৭:০৭ পিএম

বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও কুড়িগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে বঙ্গবন্ধু কুড়িগ্রাম জেলা ফুটবল লীগের খেলা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৩টায় কুড়িগ্রাম জেলা স্টেডিয়ামে খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম টুকু, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি এডভোকেট আহসান হাবীব নীলু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাঈদ হাসান লোবান, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মানস দাম ধলু প্রমুখ।

উদ্বোধনী খেলায় নাইন স্টার ও ইএসএস স্পোর্টিং ক্লাবের খেলা ১-১ গোলে অমীমাংসিত ভাবে শেষ হয়। খেলার ৫৬ মিনিটে নাইন স্টারের তালহা প্রথম গোল করেন। পরে ৭৪ মিনিটে ইএসএস স্পোর্টিং ক্লাবের হয়ে নুর হোসেন গোল করে খেলায় সমতা ফেরান। খেলাটি পরিচালনা করেন রেফারী জাহাঙ্গীর আলম রোজাইন। সহকারী রেফারী ছিলেন আলমগীর ও এরশাদুল। খেলাটি সার্বিকভাবে সহযোগিতা করছে কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থা।

আগামীকালের খেলায় অংশগ্রহণ করবে যুব সংসদ ও জারা স্পোর্টিং ক্লাব। লীগে ১২টি ক্লাব অংশগ্রহণ করছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ