মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মার্কিন যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউজে অবস্থিত ওভাল অফিস থেকে ব্রিটিশ রাষ্ট্রনায়ক উইনস্টন চার্চিলের আবক্ষ মূর্তিটি সরিয়ে সেখানে ইউনিয়ন নেতা সিজার শ্যাভেজের আবক্ষ মূর্তিটি রাখা হয়েছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চার্চিলের মূর্তিটি ওভাল অফিসে বসিয়েছিলেন। এখন প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশে তা সরানো হলো। ওভাল অফিসে প্রথম দিনেই সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বাইডেন। এর আগে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা মার্টিন লুথার কিং জুনিয়রের আবক্ষ মূর্তিটি ওভাল অফিসে বসিয়েছিলেন সিজার শ্যাভেজের আবক্ষ মূর্তিটি সরিয়ে। -সিএনএন, দ্য সান
ডোনাল্ড ট্রাম্প ফের সিজার শ্যাভেজের আবক্ষ মূর্তিটি সরিয়ে বসিয়েছিলেন উইনস্টন চার্চিলের আবক্ষ মূর্তিটি। চার্চিলের এ আবক্ষ মূর্তিটি প্রথম ওভাল অফিসে ব্রিটেনের কাছ থেকে উপহার পান সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। বারাক ওবামা প্রেসিডেন্ট হয়ে আসলে এটি ব্রিটেন দূতাবাসে ফেরত দেওয়া হয়। প্রেসিডেন্ট ট্রাম্প ফের চার্চিলের আরেকটি আবক্ষ মূর্তি নিয়ে আসেন। এটি ১৯৬০ সাল থেকে ওভাল অফিসেই ছিল। প্রেসিডেন্ট বাইডেন শ্যাভেজের আবক্ষ মূর্তিটির পাশেই তার পরিবারের বেশ কয়েকটি ছবিও রেখেছেন। ১৯৯৩ সালে মার্কিন শ্রমিক নেতা শ্যাভেজ মারা যান। ১৯৬২ সালে তিনি যুক্তরাষ্ট্রে ন্যাশনাল ফার্ম ওয়ার্কার্স এ্যাসোসিয়েশন গঠন করেছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।