Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শুভেচ্ছায় ভাসছেন বাইডেন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ জানুয়ারি, ২০২১, ১২:০৬ এএম

যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েই অভিনন্দন ও শুভেচ্ছায় সিক্ত জো বাইডেন। প্রেসিডেন্ট হিসেবে অভিষেকের পর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে শুভেচ্ছায়ে ভাসছেন তিনি। এছাড়া এবার মার্কিন ইতিহাসে প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়ে ব্যাপক অভিনন্দন বার্তা পাচ্ছেন কমলা হ্যারিস। বুধবার স্থানীয় সময় দুপুরে তারা শপথ নেন। এরপরই সামাজিক মাধ্যম ফেসবুকে যুক্তরাষ্ট্রের নতুন সরকারের প্রতি একের পর এক অভিনন্দন জানাতে থাকেন নেটিজেনরা। বিভিন্ন স্ট্যাটাসে তারা নতুন প্রশাসনের জন্য শুভ কামনা ও বিশ্ব শান্তি কামনা করেন। ফেসবুকে নওশের সিরাজ লিখেছেন, ‘‘আমেরিকায় শেষ পর্যন্ত জনগণ এবং গণতন্ত্রের জয় হলো। এই নির্বাচন আবারও প্রমাণ করলো দেশটির রাজনৈতিক ব্যবস্থার শক্তিমত্তা। এর থেকে শিক্ষনীয় বিষয় হলো, যদি কোন দেশে প্রতিষ্ঠানগুলো শক্তিশালী থাকে, ব্যবস্থা যথাযথভাবে কাজ করে এবং জণগনের সক্রিয় অংশগ্রহন নিশ্চিত করা যায়, কোন অশুভ শক্তিই সেখানে স্থায়ী হতে পারেনা।আমাদের রাষ্ট্রিও প্রতিষ্ঠানগুলি-বিশেষ করে প্রশাসন ও নির্বাচন কমিশন যদি সরকারী দলের অনুগত ও লেজুড়বৃত্তি না করে স্বাধীন হতো, দেশ ও জাতির জন্য কতইনা মঙ্গল হতো। শেষ পর্যন্ত নিশ্চিত হলো মানুষের জয়, আর অসুরের পরাজয়।’’ শুভেচ্ছা জানিয়ে মো: শাজ্জাদুর রহমান সাব্বির লিখেছেন, ‘‘আমার পক্ষ থেকে জো বাইডেনকে রইলো অসংখ্য ভালোবাসা ও শুভেচ্ছা। আশা করতেছি যে জো বাইডেনের বিজয়ে জাতির যেন গণতন্ত্রের স্বপ্ন পূরণ হবে...ইনশাআল্লাহ।’’ আয়েশা সিদ্দীকা মলি লিখেছেন, ‘‘যে যাই বলুক আমি ট্রাম্পকে অনেক পছন্দ করি। তার সময়ে তিনি কোন দেশের সাথে কোন যুদ্ধ করেনি। বরং ইরাক আফগানিস্তানসহ অনেক দেশ থেকে সৈন্যদের ফিরিয়ে নিয়েছেন। অথচ বারাক ওবামার সময় যুদ্ধে পরিস্থিতি আরো খারাপ ছিল। ট্রাম্প এমন একজন প্রেসিডেন্ট যার সব প্রদেশেই সমান সংখ্যক ভক্ত রয়েছে। তবুও তিনি সবার কাছে সবচেয়ে খারাপ প্রেসিডেন্ট হিসেবেই পরিচিত হয়ে রইলেন।’’ নেজামুদ্দিন লিখেছেন, ‘‘খুশি হওয়ার কিচ্ছু নেই আবার রাগ করার ও কিছু নেই কারণ.... ইহুদিদের স্বার্থে আর আমেরিকানদের স্বার্থ নিয়ে তাদের নেতারা কাজ করে। আমরা সালাম দিয়ে বক্তব্য দিলে ইসলামের ধারকবাহক মনে করি। আমরা ভুলে যায় তারা সবাই কিন্তু সালাম দিয়ে বিমান হামলা, ড্রন হামলা চালায় মুসলমানদের উপর।’’ মীম ফারজানা লিখেছেন, ‘‘অভিনন্দন আশা করি উনি আরও শান্তি পূর্ণ বিশ্ব উপহার দেওয়ার চেষ্টা করবেন।যদিও মার্কিন যুক্তরাষ্ট্রের ফরেন পলিসি সবসময়ই একই রকম।’’ সিএনএন



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ