Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

বাইডেনের সিদ্ধান্তে ডলারের দরপতন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ জানুয়ারি, ২০২১, ৫:১৭ পিএম

নতুন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শপথ নেয়ার পরে বৃহস্পতিবার কয়েকটি উল্লেখযোগ্য মুদ্রার বিপরীতে মার্কিন ডলারের মান পড়ে গিয়েছে। করোনা মোকাবিলায় বাইডেন প্রশাসন সম্প্রতি ১ দশমিক ৯ ট্রিলিয়ন ডলারের (প্রায় ১ কোটি ৬১ লাখ কোটি টাকা) রিলিফ প্যাকেজের পরিকল্পনা ঘোষণা করে৷ ডলারের মান পড়ে যাওয়ার পেছনে এটিই অন্যতম কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

রিলিজ প্যাকেজের জন্য মার্কিন অর্থনীতিতে প্রবৃদ্ধি আসবে এই আশায় ‘সেফ-হেভেন কারেন্সি’ বলে পরিচিত মুদ্রাগুলোর চাহিদা কমে গেছে৷ যেসব দেশের আইন ও প্রশাসনিক ব্যবস্থা স্থিতিশীল, দুর্নীতিকম, যাদের ক্রয়ক্ষমতা স্থিতিশীল, অর্থব্যবস্থাপনা ও রাজনৈতিক পরিস্থিতি ভালো সেসব দেশের মুদ্রাকে সাধারণত সেফ-হেভেন কারেন্সি হিসেবে ধরা হয়৷ বৃহস্পতিবার এশিয়ায় টানা তৃতীয়দিনের মতো ক্যানাডীয় ডলারের বিপরীতে মার্কিন ডলার ০ দশমিক ২ শতাংশ পড়ে গেছে৷ নরওয়েজিয়ান ক্রোনার বিপরীতেও ডলার ০ দশমিক ৪ শতাংশ পড়েছে৷ আরেকটি সেফ-হেভেন কারেন্সি জাপানের ইয়েনের বিপরীতে ডলারের মান ০ দশমিক ২ শতাংশ কমে গেছে৷ ইউরো, অস্ট্রেলিয়ার ডলারের বিপরীতেও ডলারের একই চিত্র দেখা গেছে৷ সূত্র: রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ