Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কটিয়াদী পৌরসভায় মেয়র পদে লড়াই হবে ত্রিমুখী

মেয়র পদে ৫ জন সহ ৫৪ প্রার্থী লড়ছেন নির্বাচনে, নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারের বাড়ী বাড়ী প্রার্থীরা।

কটিয়াদী (কিশোরগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ জানুয়ারি, ২০২১, ২:০২ পিএম

কিশোরগঞ্জের কটিয়াদী পৌরসভা নির্বাচনে জয়-পরাজয়ে নারী ভোটারই হবে ফ্যাক্টর। এখানে পুরুষের চেয়ে নারী ভোটার সংখ্যা বেশি প্রায় এক হাজার। আগামী ৩০ জানুয়ারি এই পৌরসভার নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ১০ জানুয়ারি ছিল মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন। এই সময়ে একজন কাউন্সিলর প্রার্থী তার মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন।

কটিয়াদী পৌরসভায় মেয়র পদে ৫ জন সহ ৫৪ প্রার্থী লড়ছেন নির্বাচনে নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারের বাড়ী বাড়ী প্রার্থীরা। মেয়র পদের পাঁচ প্রার্থীর মধ্যে চারজন দলীয় এবং একজন স্বতন্ত্র প্রার্থী। দলীয় চার প্রার্থী হলেন, আওয়ামী লীগের প্রার্থী বর্তমান মেয়র শওকত উসমান শুক্কুর আলী, বিএনপি থেকে সাবেক দুই বারের মেয়র তোফাজ্জল হোসেন খান, জাতীয় পার্টি থেকে অ্যাডভোকেট আলাউদ্দিন আলম ও ন্যাশনাল পিপলস পার্টি থেকে আব্দুল বাতেন। একমাত্র স্বতন্ত্র প্রার্থী হিসাবে মেয়র পদে ভোটযুদ্ধে নেমেছেন সাবেক স্বেচ্ছাসেবক লীগ নারী নেত্রী এবং বর্তমান কটিয়াদী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাকুর রহমানের পুত্র বধূ সালমা আনিকা (মার্কা মোবাইল ফোন)।

এছাড়া ৩টি সংরক্ষিত আসনে মোট ১১ জন এবং ৯টি সাধারণ কাউন্সিলর পদে ৩৮ জন প্রার্থী এবারের ভোট যুদ্ধে মাঠে নেমেছেন। ভোটার বিশ্লেষক গন জানান মেয়র পদে বিএনপিতে ভোটার ঠিকই থাকবে, আওয়ামী লীগে ভোটার হবে ভাগাভাগি। কাজেই কটিয়াদী পৌরসভায় মেয়র পদে নির্বাচন হবে ত্রিমুখী ।

কটিয়াদী পৌরসভায় ৯টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৩০ হাজার ৪৬৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৪ হাজার ৭৩৬ এবং নারী ভোটার ১৫ হাজার ৭৩০। পুরুষের চেয়ে ৯৯৪ জন নারী ভোটার বেশি। তার উপর উল্লেখযোগ্য সংখ্যক পুরুষ ভোটার রয়েছেন প্রবাসে। তাই জয়-পরাজয়ে নারী ভোটারই হবে ফ্যাক্টর। তৃতীয় ধাপে আগামী ৩০ জানুয়ারি পৌরসভার ১৪টি ভোট কেন্দ্রে একজন মেয়র, ৩ জন সংরক্ষিত আসনে কাউন্সিলর ও ৯ জন সাধারণ কাউন্সিলর পদে নির্বাচিত করার জন্য ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রফিকুল আলম বলেন, কটিয়াদী পৌরসভায় ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সেই লক্ষ্যে অবাধ, সুষ্ঠু, নিরপক্ষে এবং ভোটারদের স্বতস্ফূর্ত অংশ গ্রহণে নির্বাচন অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি নেয়া হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কিশোরগঞ্জ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ