Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইতালিয়ান সুপার কাপের চ্যাম্পিয়ন জুভেন্টাস

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২১ জানুয়ারি, ২০২১, ১০:৪৭ এএম

ইতালিয়ান সুপার কাপের ফাইনালে শক্তিশালী নাপোলিকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে জুভেন্টাস।

বুধবার রাতে মাপেই স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়। প্রথমার্ধে গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে গোল করে দলকে এগিয়ে দেন জুভেন্টাসের সবচেয়ে বড় তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। অন্য গোলটি করেন আলভারো মোরাতা।

প্রথমার্ধে লড়াই ছিল সমান সমান, তবে আক্রমণ বেশি করেছিল নাপোলিই। কিন্তু ম্যাচ শেষে জয় ছিনিয়ে নেয় জুভেন্টাস।

ম্যাচের ৬৪ মিনিটের সময় কর্নার থেকে উড়ে আসা বল নাপোলির এক ডিফেন্ডারের গায়ে লেগে পড়ে রোনালদোর কাছে। পর্তুগিজ ফরোয়ার্ড সুযোগটি কাজে লাগাতে ভুল করলেন না।

এর পর ৭৮ মিনিটের মাথায় ডি-বক্সের মধ্যে ফাউলের শিকার হন নপোলির ড্রিস মার্টেনস। ভিএআর দেখে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। কিন্তু স্পট কিকে গোল করতে ব্যর্থ হন লরেন্স ইনসিনিয়ে।

এরপর ম্যাচের একদম শেষ দিকে নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত সময়ের পঞ্চম মিনিটে গোল পান স্প্যানিশ ফরোয়ার্ড মোরাতা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ