Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্বামীকে কাঁধে নিয়ে ঘুরলেন স্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২১ জানুয়ারি, ২০২১, ১২:০১ এএম

ভারতে গ্রাম পঞ্চায়েতের নির্বাচনে জয়ী হয়েছেন স্বামী। আর সেই খুশিতে তাকে কাঁধে নিয়ে গ্রাম ঘোরালেন তার স্ত্রী। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া ডট কমের খবরে বলা হয়, স¤প্রতি হওয়া মহারাষ্ট্রের গ্রাম পঞ্চায়েত নির্বাচনে জাকমাট্টা দেবী গ্রামবিকাশ জোটের হয়ে ভোটে দাঁড়ান পালু গ্রামের সন্তোষ গৌরব। ফলাফল প্রকাশ হলে দেখা যায়, পয়েন্ট বিকাশ সোসাইটির চেয়ারম্যান রামদাস সাওয়ান্ত ও পালু গ্রামের প্রাক্তন প্রধান বাবান সাওয়ান্তের নেতৃত্বাধীন ওই জোট প্রতিপক্ষ জাকমাট্টা দেবী পরিবর্তন জোটকে সাত আসনের মধ্যে চয়টিতেই হারিয়েছে। এর মধ্যে ২২১টি ভোট পেয়ে নিজের প্রতিপক্ষকে ৪৪ ভোটে হারান সন্তোষ। পরে আনন্দে মেতে ওঠেন তার স্ত্রী রেণুকা সন্তোষ গৌরব। এরপর স্বামীকে নিজের কাঁধে নিয়ে পালু গ্রামে ঘোরান। এই ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ইন্ডিয়া ডটকম।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্বামী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ