Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাপানে তুষারঝড়ে শতাধিক গাড়ি চূর্ণবিচুূর্ণ হতাহত ১১

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ জানুয়ারি, ২০২১, ১২:০১ এএম

শক্তিশালী তুষারঝড় উত্তর জাপানের একটি মহাসড়ক গাড়ির স্ত‚পে পরিণত করেছে। ঝড়ের কবলে একজন নিহত এবং ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় ১৩০টি গাড়ি তুষার চাপা পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। মঙ্গলবার স্থানীয় সময় দুপুরে মিয়াগী প্রদেশের তোহোকু এক্সপ্রেসওয়ের একটি প্রান্তে এ ঘটনা ঘটে। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, তুষারঝড়ে প্রায় ২০০ মানুষ আটকা পড়েছে। এ ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু হয়েছে। সা¤প্রতিক সপ্তাহগুলোতে জাপানে তীব্র তুষারপাতের ঘটনা ঘটছে। দেশটির কিছু অংশে এ তুষারপাতের পরিমাণ গড়ের চেয়েও দ্বিগুণ হয়ে গেছে। এরই মধ্যে সড়কগুলোতে ৫০ কিলোমিটারের বেশি গতিতে গাড়ি না চালানোর নির্দেশ দেয়া হয়েছে। ঘটনায় সময় ঘণ্টায় বাতাসের গতিবেগ ছিল সর্বোচ্চ ১০০ কিলোমিটার। রাস্তায় ঝড়ের কবলে পড়া লোকদের মধ্যে পানি, খাবার ও গরম থাকার জন্য কম্বল সরবরাহ করা হয়েছে। তুষারঝড়ে জাপানের উচ্চগতির রেল যোগাযোগও বিঘ্নিত হয়েছে। এ ঘটনায় তোহোকু অঞ্চলের বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, এ অঞ্চলে ৪০ সেন্টিমিটার তুষারপাতের প‚র্বাভাস দেয়া হয়েছে। গত মাসে ভারী তুষারপাতে কানেৎসু এক্সপ্রেসওয়েতে এক হাজারেরও বেশি গাড়ি দুইদিন ধরে আটকা পড়ে ছিল। আবহাওয়া এতটাই খারাপ ছিল যে সরকার জরুরি সভা আহবান করে। সেসময় দেশটির প্রধানমন্ত্রী ইয়োশিদে সুগা জনসাধারণকে সতর্ক থাকার আহবান জানান। বিবিসি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাপান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ