মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
দায়িত্ব ছাড়ার কয়েক ঘণ্টা আগেই আরো ৭৩ অপরাধীকে ক্ষমা করে দিলেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের ক্ষমতা গ্রহণের কয়েক ঘণ্টা আগেই ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টা ব্যাননসহ ৭৩ জনকে ক্ষমা করে দেয়ার ঘোষণা দেন ট্রাম্প।
আজ বুধবার বার্তা সংস্থা এএফপির প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এর আগে বিদায়ী ভাষণে ট্রাম্প বলেন, আমরা তা-ই করেছি, যা করতে এসেছিলাম এবং প্রত্যাশার চেয়েও বেশি করেছি।
ইউটিউবে পোস্ট করা এক ভিডিওতে এই রিপাবলিকান প্রেসিডেন্ট বলেন, আমি এক কঠিন লড়াই করেছি। কঠিনতম লড়াই... কারণ সে জন্যই আপনারা আমাকে নির্বাচিত করেছিলেন।
ভিডিওতে ট্রাম্প বলেন, রাজনৈতিক সহিংসতা হলো- আমরা আমেরিকান হিসেবে যা কিছু লালন করি, তার ওপর হামলা। এটি কখনও সহ্য করা হবে না।
রাপার লিল ওয়াইনি, কোডাক ব্ল্যাক এবং ডেট্রয়েটের সাবেক মেয়র কোয়ামি কিলপ্যাট্রিককেও ক্ষমা করে দিয়েছেন ট্রাম্প। ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনের সময় ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টা হিসেবে কাজ করেছেন ব্যানন। গত বছরের আগস্টে তার বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ আনা হয়।
গত আগস্টে ওই মামলায় ব্যাননকে গ্রেফতার করার পর তার বিরুদ্ধে ম্যানহাটনের আদালতে অভিযোগ গঠন করা হয়। প্রসিকিউটররা জানিয়েছেন, মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের জন্য ‘উই বিল্ড দ্য ওয়াল’ নামের একটি প্রচারণায় ২ কোটি ৫০ লাখ ডলার সংগ্রহ করা হয়। ব্যানন বিভিন্ন ব্যক্তির কাছ থেকে ১০ লাখ ডলারেরও বেশি অর্থ গ্রহণ করেছিলেন। এর মধ্যে বেশিরভাগই তিনি ব্যক্তিগত কাজে ব্যবহার করেন। এছাড়াও তিনি তার বিরুদ্ধে আনা সব অভিযোগও অস্বীকার করেছেন।
হোয়াইট হাউসের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ব্যানন রক্ষণশীল আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ নেতা ছিলেন এবং তিনি তার রাজনৈতিক বুদ্ধিমত্তার জন্য বেশ পরিচিত। বেশ কিছু বিষয় বিবেচনা করে বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্প তাকে ক্ষমা করেছেন বলে ওই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। সূত্র : এএফপি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।