মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মহামারী করোনাভাইরাসে মার্কিন যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা চার লাখ ছাড়িয়ে গেছে। বার্তা সংস্থা রয়টার্সের খবর থেকে তথ্য জানা গেছে। বিশ্বে আমেরিকা হচ্ছে করোনাভাইরাসে মৃত্যুর দিক দিয়ে সবার শীর্ষে অবস্থানকারী দেশ। গত ক্রিসমাসের পর থেকে মৃত্যুর সংখ্যা আমেরিকাতে অনেক বেশি বেড়েছে।
গত তিন সপ্তাহে আমেরিকাতে মোট ৬৩ হাজার ৭৯৩ জন মানুষ মারা গেছে। অথচ ক্রিসমাসের আগের তিন সপ্তাহ মৃত্যুর সংখ্যা ছিল ৫২ হাজার ৭১৫। রয়টার্সের বিশ্লেষণ অনুযায়ী, গত তিন সপ্তাহে আমেরিকায় করোনাভাইরাসে সংক্রমিত রোগীর মৃত্যু শতকরা ২১ ভাগ বেড়েছে। এরমধ্যে শুধু একদিনেই আমেরিকায় মারা গেছে চার হাজার মানুষ।
ক্যালিফোর্নিয়া, পেনসিলভানিয়া, টেক্সাস এবং ওয়াশিংটনসহ ১৮টি অঙ্গরাজ্যে চলতি জানুয়ারি মাসে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা রেকর্ড করা হয়েছে। এছাড়া, গতকাল (মঙ্গলবার) দেশটিতে এক লাখ ২৪ হাজার মানুষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সূত্র: পার্সটুডে
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।