Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

দেশজুড়ে ফাইভজি কভারেজ নিশ্চিত করলো বাহরাইন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ জানুয়ারি, ২০২১, ১০:৪৭ এএম

বিশ্বের প্রথম দেশ হিসেবে বাহরাইন সমগ্র দেশজুড়ে ফাইভজি কভারেজ নিশ্চিত করলো। এখন বাহরাইনের আনাচে-কানাচে পৌঁছে গেছে পঞ্চম প্রজন্মের ইন্টারনেট ফাইভজি। সূচনা হলো প্রযুক্তির নতুন যুগের।

বিগত ১০ বছরে দেশটির টেলিকম সেক্টর ২০০ কোটি ডলারেরও বেশি বিনিয়োগ টানতে সক্ষম হয়েছে। এ দেশের আইসিটি খাত এখন দেশটির জিডিপির ৩ শতাংশ সরবরাহ করছে। প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, ২০২৩ সালের মধ্যে বিশ্বজুড়ে ১০০ কোটিরও বেশি ফাইভজি সংযোগ থাকবে।

জানা গেছে, দেশটির ১৫ লাখ জনসংখ্যার সবাই এখন উচ্চগতির পরিষেবাটি উপভোগ করতে পারছেন।

বিশেষজ্ঞরা বলছেন, ফাইভজি নেটওয়ার্কের এ বিস্তৃতি মহামারি-পরবর্তী যুগে জায়ান্ট প্রযুক্তি সংস্থাগুলোকে বিনিয়োগে আকৃষ্ট করবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফাইভজি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ