Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

সড়ক দুর্ঘটনায় আহত পুলিশ সদস্যের মৃত্যু

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২০ জানুয়ারি, ২০২১, ১২:০০ এএম

রাজধানীর আদাবর থানাধীন সড়ক ও জনপথ ভবনের সামনে সড়ক দুর্ঘটনায় আহত পুলিশ সদস্য শহিদুল ইসলাম (২৭) মারা গেছেন। গত সোমবার দিনগত রাতে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শহিদুল রাজারবাগ পুলিশ লাইনের চার নম্বর কোম্পানিতে কর্মরত ছিলেন। তার বাড়ি দিনাজপুর কোতোয়ালি থানার কিসমত ভূঁইয়া পাড়ায়।

এর আগে সোমবার সকাল সাড়ে আটটার দিকে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত শহিদুলকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল মঙ্গলবার আদাবর থানার এসআই শফিকুল ইসলাম জানান, গত সোমবার সকালে সড়ক ও জনপদ ভবনের সামনে রাস্তা পার হওয়ার সময় একটি যানবাহন পুলিশ সদস্য শহিদুলকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হলে পথচারীরা দ্রæত তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতলে ভর্তি করেন। এরপর সেখানে তার অস্ত্রোপচার করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার দিনগত রাতে তার মৃত্যু হয়।

তিনি জানান, শহিদুল রাজারবাগ পুলিশ লাইনের চার নম্বর কোম্পানির ওয়েল ফেয়ার অ্যান্ড ফোর্স শাখায় কর্মরত ছিলেন। সোমবার শহিদুল কাজের জন্য ওই এলাকায় গিয়েছিলেন। কোন গাড়ি তাকে ধাক্কা দিয়েছে তা শনাক্ত করা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পুলিশ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ