বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পটুয়াখালীর কলাপাড়া পৌরসভা নির্বাচনে অংশগ্রহনেচ্ছুক তিন কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করেছে জেলা নির্বাচন অফিসার ও কলাপাড়া পৌরসভা নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার।
এরা হলেন ১নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জুয়েল রানা, ৫নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী নিগার সুলতানা মিলি ও একই ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জসিম হাওলাদার। এদের মধ্যে হলফ নামায় স্বাক্ষর না করার দায়ে নিগার সুলতানা মিলি ও অপর দু’জন ফৌজদারি মামলার আসামী হওয়ার পরও হলফ নামায় তথ্য গোপন করার দায়ে তাদের মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করা হয়। কলাপাড়া উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার আবদুর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত বাছাইয়ে মেয়র পদে ৪ জন, কাউন্সিলর পদে ৩৬ এবং সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর পদে ১০ জন প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আগামী ২৬ জানুয়ারী মনোনয়ন প্রত্যাহারের দিন রয়েছে।
কলাপাড়া নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার আবদুর রশিদ জানান, ১৪ ফেব্রুয়ারী কলাপাড়া পৌরসভায় এবার প্রথম ভোট অনুষ্ঠিত হবে ইভিএম পদ্ধতিতে। এ পৌরসভার মোট ভোটার সংখ্যা ১২৮৯১। তন্মধ্যে নারী ৬৫৫৭, পুরুষ ৬৩৩৪।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।