মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মার্কিন যুক্তরাষ্ট্রের সকল প্রেসিডেন্টের অভিষেকের আগে উৎসবের রঙ লাগে ওয়াশিংটন ডিসিতে। তবে এবারের গল্পটা একটু ভিন্ন। ওয়াশিংটনকে এবার চালিয়ে দেওয়া যায় একটি অবরুদ্ধ দূর্গ বলে। যেখানে থাকার কথা ছিলো অন্য রাজ্য থেকে আসা পর্যটকদের ভীড়, সেখানে সড়ক ভর্তি পড়ে আছে কাটাতার আর ব্যারিকেড। সশস্ত্র আর তৈরি ন্যাশনাল গার্ড সদস্যদের দেখলে মনে হবে, আপনি আফ্রিকার কোনও গৃহযুদ্ধকবলিত শহরে দাঁড়িয়ে আছেন। -পলিটিকো, ওয়াশিংটন পোস্ট
আপনাকে পাহাড়া দিচ্ছে ভারত, বাংলাদেশ কিংবা পাকিস্তান থেকে যাওয়া দক্ষ ও পেশাদার শান্তিরক্ষীরা। কর্তৃপক্ষ শক্ত অবস্থানের মাধ্যমে আসলে বলতে চাইছে, কাউকেই কোনও ধরণের ছাড় দেওয়া হবে না। ক্যাপিটল, পেনসেলভেনিয়া অ্যাভিনিউ, দ্য ন্যাশনাল মল কিংবা হোয়াইট হাউজে যাবার আধা মাইল আগে থেকেই রোডব্লকের মুখোমুখি হতে হবে। একটু পরপর মুখোমুখি হতে হবে কংক্রিট ব্যারিকেড আর উঁচু কাটাতারের। চাইলেই এখন আর ক্যাপিটল এরিয়ার দিকে আরাম করে যাওয়া যাবে না। তবে এই অবস্থার মধ্যেও চোখ জুড়ানো দৃশ্য নজরে আসে। কন্সটিটিউশন অ্যাভিনিউ’র জায়গায় জায়গায়, কে বা কারা কাটাতারে গোলাপ গুঁজে দিয়ে গেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।