Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বন্ধের ১০ মাস পর খুললো দিল্লির স্কুল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ জানুয়ারি, ২০২১, ৬:১৩ পিএম

প্রাণঘাতি মহামারি করোনাভাইরাসের কারণে বন্ধ থাকার প্রায় ১০ মাস পর আজ সোমবার থেকে ভারতের রাজধানী দিল্লির স্কুলগুলো খুলে দেওয়া হয়েছে। তবে প্রথম ধাপে শুধু দশম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য স্কুল খুলে দেয়া হয়েছে। এছাড়া বলে দেয়া হয়েছে স্কুলে আসার জন্য প্রত্যেক শিক্ষার্থীকে মা-বাবার অনুমতিপত্র সঙ্গে রাখতে হবে। মানতে হবে স্বাস্থ্যবিধিও। - বেঙ্গলীএবিপিলাইভ

আগামী মার্চ-এপ্রিলে বোর্ড পরীক্ষার জন্য ব্যবহারিক ক্লাসসহ শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট সম্পন্ন করতেই দিল্লির সরকার এভাবে স্কুল খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয়। তবে করোনার মধ্যেই এভাবে স্কুল খুলে দেওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অন্যদিকে স্কুলগেুলোকে করোনা স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে ক্লাস নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ক্লাস ও গবেষণাগারে শারিরীক দূরত্ব বজায় রাখতে বলা হয়েছে। শিক্ষর্থীদের যথাযথ মানসিক সহায়তা দেওয়ার জন্যও শিক্ষকদের প্রতি নিদের্শনা দেওয়া হয়েছে। এছাড়া ভারতের রাজস্থানেও সোমবার থেকে স্কুল খুলে দেওয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ