Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মিয়ানমারে উইরাথুর সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ জানুয়ারি, ২০২১, ১২:০১ এএম

মিয়ানমারে ধর্মীয় বিদ্বেষ ছড়ানো বিতর্কিত বৌদ্ধ ভিক্ষু আশ্বিন উইরাথুর সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। বার্তাসংস্থা রয়টার্স জানায়, শনিবার আশ্বিন উইরাথুর সমর্থকেরা রাজধানী ইয়াঙ্গুনের ইনসেইন কারাগারের বাইরে বিক্ষোভ করেন। সেখানেই পুলিশের সঙ্গে সংঘর্ষে জাড়িয়ে পড়ে উইরাথুর সমর্থকরা। রাষ্ট্রদ্রোহের অভিযোগে দুই মাসেরও বেশি সময় ধরে কারাগারে আছেন আশ্বিন উইরাথু। ওই কারাগারেই গত বছরের নভেম্বরে উইরাথুকে গ্রেপ্তারের পর রাখা হয়েছে। তাকে এখনও আদালতে নেওয়া হয়নি বা মামলার রায় দেওয়া হয়নি। পুলিশ জানায়, তারা বিক্ষোভ ভাঙতে সেখানে যাননি। বিক্ষোভকারীরাই পুলিশকে প্ররোচিত করেছে। এ কারণে একজনকে আটকও করা হয়েছে। ইনসেইন থানার প্রধান টিন ল্যাট রয়টার্সকে বলেন, আমরা তাদের সঙ্গে আলোচনার চেষ্টা করছিলাম। তাদের মধ্যে একজন খুবই অভদ্রভাবে আমাদের সঙ্গে কথা বলে মারামারি করতে শুরু করেছিল। প্রায় ৫০ জনের ওই বিক্ষোভ পুলিশের সঙ্গে সংঘর্ষের পর ছত্রভঙ্গ হয়ে পড়ে। আশ্বিন উইরাথু মুসলমিমবিরোধী, বিশেষত রোহিঙ্গা স¤প্রদায়ের বিরুদ্ধে বক্তব্যের জন্য পরিচিত। তিনি অং সান সু চি-র বেসামরিক সরকারের সমালোচক ও মিয়ানমারের শক্তিশালী সামরিক বাহিনীর সমর্থক। বিক্ষোভে অংশ নেওয়া এক ভিক্ষু সাংবাদিকদের বলেন, তিনি (আশ্বিন উইরাথু) সাহসের সঙ্গে বিচারের মুখোমুখি হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, তবে তাকে আদালতে আনা হয়নি বা রায় দেওয়া হয়নি। পুলিশি হেফাজতে থাকা অন্য বন্দিদেরও বিচারের আওতায় আনতে হবে বলে জানান তিনি। গত বছর দেশদ্রোহিতার এক মামলায় ইয়াঙ্গুনের একটি আদালত আশ্বিন উইরাথুকে গ্রেপ্তারের আদেশ দেন। রয়টার্স।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মিয়ানমার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ