Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কৃষক বিদ্রোহে সমর্থন দেয়ায় ভারতের পাঞ্জাবি অভিনেতা সিধুসহ ৪০ জনের বিরুদ্ধে সমন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ জানুয়ারি, ২০২১, ৭:০৮ পিএম

কৃষক বিদ্রোহে সমর্থন দেয়ায় ভারতের পাঞ্জাবি অভিনেতা সিধু ও কৃষক নেতা বলদেবসহ ৪০ জনের বিরুদ্ধে সমন জারি করা হয়েছে।রোববার ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) জানিয়েছে, যুক্তরাষ্ট্রভিত্তিক খালসা এইড ভারত বিরোধী কাজে লিপ্ত। এজন্য তাদের নিষিদ্ধ করা হয়েছে এবং মামলা হয়েছে তাদের বিরুদ্ধে। এ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য দিল্লী হেড কোয়ার্টারে সংগঠনের সঙ্গে জড়িতদের ডাকা হয়েছে। কৃষক সংগঠনের নেতা আকালি দল নেতা সুখবীর সিং বাদল কেন্দ্রকে আক্রমণ করে টুইটে লিখেছেন, খালসা এইডের বিরুদ্ধে করা ভিত্তিহীন মামলার অজুহাতে এনআইএ ও ইডির মাধ্যমে কৃষক বিদ্রোহে যারা সমর্থন করছে, তাদের ডেকে পাঠানোর ঘটনায় নিন্দা জানাচ্ছি। -এনডিটিভি
সরকারের সঙ্গে নবম দফা বৈঠক বাতিল হওয়ার পর এখন কৃষকদের দুর্বল করে দিতে সব রকমের চেষ্টা করছে কেন্দ্র। কৃষক বিদ্রোহ শুরু হওয়ার পর, খালসা এইড নামের এই সংস্থাটি বিদ্রোহী কৃষকদের খাবার, পানি ও ওষুধ দিয়ে সহযোগিতা করছে। সংস্থাটির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, তারা দেশবিরোধী কাজে জড়িত নয়। সমন জারিতেও তারা ভীত নয়। কৃষকদের তারা শেষ পর্যন্ত সহযোগিতা করবেন। বিবৃতিতে তারা আরও জানিয়েছে, কেন্দ্র কৃষকদের বিরুদ্ধে দেশদ্রোহী ও জঙ্গি সম্পৃক্ততার মামলা করতে পারে। সেক্ষেত্রে আমরা ভুক্তভোগীদের সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ